ধরুন, আপনি অনলাইনে চেপা শুটকির ভর্তার উপর একটি সুন্দর রেসিপি পড়লেন। এবং আপনার ল্যাপটপে সেটি সেভ করে রাখলেন। গরমের বন্ধে বাসার কাজের মেয়ের ফুফাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে গেলেন। সেখানে গিয়ে সৌভাগ্যবশত চেপা শুটকি পেয়ে গেলেন, কিন্তু ল্যাপটপ সাথে না থাকায় রেসিপি অ্যাপলাই করে ভর্তা তৈরি করতে পারলেন না। এই সমস্যাটুকু সহজেই সমাধান করা যেত যদি আপনি রেসিপিটি পিন্টারেস্টে সেভ করে রাখতেন।
এবার কাজের কথায় আসি। প্রতিদিন ইন্টারনেটে ট্রাভেল করার সময় আপনি অনেক প্রয়োজনীয় এবং আকর্ষণীয় বিভিন্ন আর্টিকেল পেয়ে থাকেন। সেগুলো যদি টপিক ওয়াইজ সুন্দর করে সেভ করে রাখতে পারতেন, অন্যদের সাথে আপনার কালেকশন শেয়ার করতে পারতেন কিংবা অন্যদের কালেকশন যদি আপনি দেখতে পারতেন তাহলে সত্যিই চমৎকার হত। আর এই চমৎকার কাজটুকু আপনি করতে পারবেন পিন্টারেস্টে একটি অ্যাকাউন্টের মাধ্যমে।
পিন্টারেস্টে একটি অ্যাকাউন্ট খুলে আপনি টপিক ওয়াইজ বিভিন্ন ফোল্ডার করে আর্টিকেল সেভ করে রাখতে পারবেন। পছন্দ অনুযায়ি অন্যের ফোল্ডার নিজের প্রোফাইলে সেভ করতে পারবেন। এক কথায় নিজের একটি গুছানো অনলাইন আর্কাইভ তৈরি করতে পারবেন।
অ্যাকাউন্ট খুলবেন যেভাবেঃ
এটি জটিল কিছু না। তাই এই অংশ নিয়ে লিখা প্রয়োজন মনে করি না। তারপরও ছবির মাধ্যমে ধাপ গুলো দেখিয়ে দেয়া হল।
১) প্রথমে http://www.pinterest.com এ গিয়ে ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে sign up বাটনে ক্লিক করুন।
২) আপনার নাম, বয়স আর লিঙ্গ উল্লেখ করে come on in বাটনে ক্লিক করুন।
৩) হোমপেইজে আপনি যে ধরনের লেখা পেতে চান সে রকম ৫ টি টপিক সিলেক্ট করুন। চিন্তা নেই, পরে চাইলে আরও যোগ করতে পারবেন।
৪)এবার একটি এডঅন এর অপশন আসবে। এটি ইন্সটল করা থাকলে আপনি যেকোন পোস্ট সরাসরি পিন্টারেস্টে সেভ করতে পারবেন। এড করতে না চাইলে স্কিপ করে যান।
অভিনন্দন আপনাকে। আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন চলুন দেখে নেয়া যাক কীভাবে প্রোফাইলে প্রয়োজনীয় তথ্য যোগ করবেন।
প্রোফাইল এডিটঃ
১) লগ ইন করার পর আপনার হোমপেইজের উপরের ডান পাশে দেখবেন আপনার নামে একটি বাটন আছে। ক্লিক করে আপনার প্রোফাইলে যান।
২)নিচের মত একটি পেইজ আসবে। উপরে ডান পাশে edit profile এ ক্লিক করুন।
৩) প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলআপ করুন।
বোর্ড তৈরি এবং পোস্ট যোগ করাঃ
এটাকে আপনি ফোল্ডার ধরতে পারেন। বিভিন্ন টপিকের উপর আপনি চাইলে অসংখ্য ফোল্ডার বা বোর্ড তৈরি করতে পারেন।
১) প্রোফাইলে যান। creat board বাটনে ক্লিক করুন।
২) বোর্ডের বিষয়বস্তু ঠিক করে দিন। পরে চাইলে এডিট করতে পারবেন। বোর্ডটি চাইলে secret রাখতে পারেন, আবার সবার সাথে শেয়ারও করতে পারেন।
৩) আপনার প্রোফাইলে বোর্ডটি দেখা যাবে। ক্লিক করে ভিতরে যান, উপরে সার্চ বাটনে আপনি যে ধরনের পোস্ট যোগ করতে চান টা লিখে সার্চ করুন। অসংখ্য পোস্ট আপনার সামনে চলে আসবে। আপনি অন্যান্য ওয়েবসাইট থেকেও পেইজ যোগ করতে পারেন। তবে প্রতি বোর্ডে পিন্টারেস্ট থেকে অন্তত একটি পোস্ট যোগ করতে হবে। না হলে বাইরের পেইজ যোগ করার অপশন আসবে না। আপনি চাইলে পোস্টটি পরে ডিলিট করে দিতে পারেন।
৪) সার্চ করার পর রিলেটেড পোস্ট গুলো আসবে। পোস্টের উপর মাউসের কার্সর রাখলে উপরে save বাটন দেখা যাবে। সেভ করতে চাইলে ক্লিক করুন।
৫) নিচের মত একটা পপআপ বক্স আসবে। যেই বোর্ডের আন্ডারে সেভ করতে চান তার পাশে ক্লিক করুন। ছবিতে একটি বোর্ড দেখা যাচ্ছে কারন, আমরা একটি বোর্ডই খুলেছি।
৬) পোস্টটি বোর্ডে যোগ হয়েছে। এখন আপনি চাইলে বাইরে থেকে পোস্ট যোগ করতে পারেন। প্রথমে কাঙ্ক্ষিত বোর্ডে যান। add a pin বাটনে ক্লিক করুন।
৭) the web সিলেক্ট করুন।
৮) কাঙ্ক্ষিত পোস্টের লিংক পেস্ট করে কিছুক্ষণ অপেক্ষা করুন। next বাটনটি আসলে সেখানে ক্লিক করুন।
৯) পোস্টে যেই ছবি গুলো আছে সেগুলো আসবে। পছন্দ অনুযায়ি কভার হিসেবে একটি ছবি সিলেক্ট করুন।
১০) পোস্টটি যেই বোর্ড এ রাখতে চান সেটি সিলেক্ট করুন।
১১) অনেক কাজ করছেন। এবার গিয়ে বিশ্রাম করুন।
আর হ্যাঁ, মনে করে অবশ্যই ইমেইল ভেরিফাই করে নিবেন।
ভাল থাকুন, সুস্থ থাকুন। শুভ কামনা রইল।