সুন্দরী প্রতিযোগিতা ২০১৮ -
বেশী কিছু বলবো না। কারণ- আমি যা বলি সরাসরি বা খাটি বাংলা ভাষায় বলি। তাই অনেক সুশীল ভাই-বোনদের অসুবিধে হতে পারে। যাইহোক,
আমি আমার যাইগা থেকে বলি,
মেয়েটি "H₂o "মানে কী এটার উত্তর দিয়েছে ( ধানমন্ডি তে একটা H₂o নামে রেস্টুরেন্ট আছে) ঠিকই বলেছে। যেমন প্রশ্ন তেমন উত্তর।
সবাই তো মেয়েটিকে নিয়ে হাসাহাসি করছেন। শিক্ষিত বিচারক সাহেব কে নিয়ে হাসাহাসি করছেন না কেন? ওই ভদ্রলোক এতো শিক্ষিত হয়ে কিভাবে প্রশ্ন করলো-H₂o মানে কী? H₂o মানে তো বলতে পারি - হালা টু ও।
শিক্ষিত বিচারকের প্রশ্ন করা উচিৎ ছিল এভাবে - H₂o কিসের সংকেত?
বিজ্ঞান বিষয়ক প্রশ্ন যদি মানবিক শাখার প্রশ্নের মতো করে তাহলে তো উত্তর - " ধানমন্ডিতে
H₂o নামে একটা রেস্টুরেন্ট আছে। " আসবেই।
মানুষের বিবেক এমন কেন? যে সকল মানুষ এগুলো নিয়ে হাসাহাসি করছে তারা এক প্রকার ছাগল আর বিচারক হালাই পাগল। ওরে বিচারক হিসেবে যে নিয়োগ দিয়েছে সে হলো রামছাগল।
প্রশ্ন ঠিকভাবে করতে পারো না। কিন্তু শিক্ষক হিসেবে চেয়ারে ঠিকই বসে গেছ।
বিচারকঃ H₂o এর মানে কী?
উত্তর ঃ হালা তুই ছাগল।
সঠিক প্রশ্ন ঃ H₂o কিসের সংকেত?
উত্তর ঃ পানি।
বিজ্ঞান বিষয়ক প্রশ্ন যদি, মানবিক শাখার প্রশ্নের মতো করো উত্তর তো " হালা তুই ছাগল " আসবেই।
ভাই-বোনরা আপনাদের কাছে রিকুয়েস্ট , কোনকিছু নিয়ে হাসাহাসি করার আগে সে বিষয়ে ভালভাবে জানবেন।
আজ সবাই ওই মেয়েটিকে নিয়ে হাসাহাসি করছেন। কিন্তু একবার কী ভেবেছেন, ওই মেয়েটির মানষিক অবস্থা এখন কেমন? ভুল করেছে ছাগল বিচারক আর ভুলের মাশুল গুনছে মেয়েটা।
দয়া করে সবাই চোখ -কান খুলেন এবং সমালোচনা করেন।
সবচেয়ে বড় কথা ঃ ওইটা একটা বড় মঞ্চ। যে কেউ ওই মঞ্চে দাঁড়িয়ে সহজ কিছু কঠিন বানিয়ে ফেলবে বা ফেলতে পারে। আমি নিজে ওই তাদের একজন। এলাকার অনেক গোল্ডেন এ প্লাস স্টুডেন্টদের দেখেছি, চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলে জানা সব প্রশ্নের উত্তর দিতে পারে না ভয়ে। ওই মেয়েটির জাইগাই তো এমন হতে পারে। মেয়েটি হয়তো অনেক ভয়ে ছিল।
আমার প্রশ্ন বিচারকদের নিয়ে। মানলাম মেয়ে ক,খ বলতে পারে না বা চিনে না। কিন্তু, ওই মেয়েগুলো কিভাবে সেরা ১০ জনের মধ্যে জাইগা করে নিল? বিচারক সাহেবরা তখন কোথায় ছিল? আপনারা সবাই কেন মেয়েটিকে দোষারোপ করছেন! বিচারক সাহেবদের নিয়ে সমালোচনা করছেন না?
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫