আমি বলছিনা ভালবাসতেই হবে
আমি চাই..
কেউ একজন ঘরের বাইরে থেকে অপেক্ষা করুক
শুধু তার জন্য ঘরের ভেতর থেকে দরজা খুলে দেয়ার জন্য।
কেউ জানুক তার জন্য অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত।
আমি বলছিনা ভালবাসতেই হবে
আমি চাই…
কেউ জলদি বাড়ি ফেরার চেষ্টাটা অন্তত করুক…
আমি রোজ রোজ সব কাজ-কর্ম ছেড়ে জলদি বাড়ি ফিরতে বলছিনা।
আমি জানি, এই ইন্টারনেটের যুগ সবাইকে মুক্তি দিয়েছে চিঠি লিখার দায় থেকে
আমি চাই, তবুও কেউ আমায় চিঠি লিখুক
নীল খামের চিঠিতে দুষ্টু-মিষ্টি দু-এক লাইন লিখুক
আমি বলছিনা ঘরের সব কাজকর্ম সেরে দিতে
এঁটো বাসন, ময়লা কাপড় আমি একাই ধুতে পারি
আমি চাই, কেউ একজন বিনা জিজ্ঞাসাতেই হাত বাড়িয়ে দিক..
আমায় একটু সাহায্য করুক।
আমি বলছিনা ভালবাসতেই হবে
আমি চাই..
কেউ আমার ভেতর-বাইরের মান অভিমান বুঝুক..
আমার মাথায় হাত বুলিয়ে দিক
শুধু কাম বাসনার সঙ্গি হিসেবেই নয়, বন্ধু হয়ে কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক..
"তোমার চোখে এত মেঘ কেন?
-২৫ শে মে, ২০১৮
[বিদ্র: জানি অনেক দুঃসাহস করে ফেলেছি.. কবি নির্মলেন্দু গুন এর "তোমার চোখ এত লাল কেন?" এই অসাধারণ সুন্দর কবিতা নিয়ে এমন কিছু করা দুঃসাহসীকতা দেখানো ছাড়া আর কিছু নয় তবে আজ কবির জন্মদিনে পোস্ট না করে আর থাকতে পারলাম না। অনুরোধ, সবাই ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন..আমাকে কেউ বকবেন না ..কবিকে জন্মদিনের শুভেচ্ছা!]
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:৩৮