দুর্বৃত্ত চাঁদ-
অবশেষে এসেছো কি?
কত রাত নির্ঘুম অপেক্ষার পরে
নৈঃশব্দে- তারাদের প্রহরায়।
খালের ধারের জঙ্গলি গাছে নেই কোনো বনফুল।
শেষবার হেসেছিলো ফুটেছিল নাকে তার- বধু্দুল।
এ পথের সবুজে নেই আর কারো পায়ের ছাপ।
ইতিহাসের অলিতে-গলিতেও খুঁজেছি, নিখোঁজ-
যে পথ ধরে হেঁটেছিল পদযুগল রোজ-রোজ।
ঘাসের তলে মাটির গভীরে ঘুমায় কে?
দেখেছো কি তারে?
এতকাল পরে চিনেছো কি তারে?
লোকে বলে এক অন্ধ,
নয়নচকোর-
হাজার বছরের তিয়াস চোখে ছিলো তার,
পৃথিবীর শেষ জোছনা দেখার সাধ নিয়ে-
এইতো সেদিন গঙ্গাপ্রাপ্ত হলো।
অবশেষে তোমার আসার সময় বুঝি হলো?
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪০