অধোবদনে তোমার সিঁথির সড়কে উন্মোচিত হয় আমার চোখ।
হেটে যাই বরাবর পথে, মিশে যাই উপত্যাকার মুখে;
বলি আহা সুখ- পবিত্র সম্ভোগ।
তোমার চোখে আমার চোখ পড়ে,
দেখি কামবাঞ্ছার ভিত্তিসড়ক বিনির্মাণে ব্যস্ত ভেতরের শিশু।
যা কিছু আমার, সবই তোমার হয়ে যেতে চায়, অধিগত কি?
কি এক গভীর ভাবে এ অনিত্য ভবে আগমন!
ভাবতে ভাবতেই চোখসড়ক হাঁটতে থাকে একা
ভেতরমুখী অবিরত।
কে দিবে বলো অন্তঃপুরের খবর,
যদি আমি হারিয়ে যাই-
আমার চোখে চোখ রাখো তুমি,
আমি দেখি ঘনকাল- তোমার চোখে,
আধার করে মেঘ নেমেছে।
দূরে যেতে হয়না কো,
চোখে চোখ রেখেই হই যদি অচিন!
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩৮