হিটলার কোনো এক সন্ধ্যায় ছদ্মবেশে বার্লিনের অভিজাত এক সিনেমা হলে গেলেন সিনেমা দেখতে। সিনেমা দেখা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো লোকে তারে কতটা ভক্তি করে, মান্য করে সেটা যাচাই করা। সিনেমার ইন্টারভ্যালে পর্দায় তখন হিটলারের ছবি ফুটে উঠতো এবং উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান জানাতো। এটা দেখে ভক্তি শ্রদ্ধার ব্যপারটা পরখ করে নেবে__এই তার ইচ্ছে।
যাইহোক, ইন্টারভ্যালে যথারীতি পর্দায় হিটলারের ছবি ভেসে উঠলো। উঠতেই উপস্থিত সকলে দাঁড়িয়ে হিটলারের গুণকীর্তন শুরু করে দিলো।
মহান নেতা..
বিশ্বনেতা...
ফুয়েরারের জয় হোক..
দীর্ঘজীবী হোক.. __। চারিদিকে এতো এতো জয়ধ্বনি শুনে হিটলার সে--ই ভীষণ খুশি!
হিটলার কিন্তু দাঁড়ালেন না। তিনি তো নিজেই হিটলার! তবে তিনি যে ছদ্মবেশে রয়েছেন, সেটা মাথাতেই ছিলো না!
এই না দাঁড়ানোর ব্যাপারটা হিটলারের পাশের মানুষটা লক্ষ্য করল।
সে জয়ধ্বনি দেওয়ার ফাঁকে ছদ্মবেশী হিটলারের উদ্দেশ্যে চাপাস্বরে বললো- "দাঁড়ায়ে যাও ভাই, দাঁড়ায়ে যাও! জয়ধ্বনি দাও। নইলে ওই শুয়োরের বাচ্চা আর ওর পোষা কুত্তার দল (নাৎসি বাহিনী) তোমার বারোটা বাজায়ে দেবে!"
সংগৃহীত।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২১