কবিতার ভবিষ্যৎ আছে কি না, সম্প্রতি স্বনামধন্য এক বন্ধুবর লেখক প্রশ্ন রেখেছিলেন।
আপনারাও মতামত দেবেন আশা করি। তার প্রতি আমার উত্তরটাও নিচে দিয়েছি জুড়ি।
সাহিত্য পড়ে না অধিকাংশেই।
যতটুকু যা পড়ে, ভাবায় না, করে বমি_ চাকরির তাগিদেই।
তবে "ফেসবুক" পড়ে পর-চর্চায় বেড়ে আবাল-বৃদ্ধ-বনিতেই!
পেছনে এর ফেইক-ফুলের দায় আছে।
দায় আছে আদর্শের, প্রজন্মের, পূর্ব-পরের মেরুদণ্ডহীনতার!
আছে দায় সমাজের! পাঠকের, প্রকাশের, প্রত্যেকের...!
আছে কল্পনার, দায়িত্বের অভাবের, আছে সুখের!
সুন্দর না-হলে-ফুলে দায় কার? ক্রেতার?
সুবর্ণ তিথি এটি পাঠকের মুখে পড়ি চিঠি; আত্মসমালোচনার!
কবিতায় ফুল হাসাবার কথা ছিল যে মালির
তারও তো আছে দায় __রঙের আঁচড় কেন দাগ হলো কালির?
মাঝির হাতেই ছিল বৈঠা!
হাঁটুজলে নামিয়ে জিগায় কেন, '...কেন ডোবে তরীটা?
ভুলে কেন পথ? দাও মতামত!'
আঁধারে যাত্রীর মুখ নিরাশ; ঘনঘটা!
মাঝির হাতেই জ্বলছে, ওই তো পাঞ্জেরির আলোটা!
প্রবল যে যুক্তিতে প্রযুক্তিরে দোষী___
সেই তাপে পুড়ে ছাই আগ্রহ-জন্মাবার চাষী!
জগৎ-হারা চাইবো খ্যাতি__
নামে-হোমার প্রত্যাশী। ___বিক্রিতে-হুমায়ূন
তাই তো কবিতার কথায় আর জ্বলে না আগুন!
হাসে না-নিরাশ, না-মিছিলে মূক, না-বলে বধির
পঞ্চম রাগে গাইবে কবি সাগ্রহে চেয়েছে পাঠক অধীর!
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫৬