তুমি অদ্ভুত! এলে বেলা করে
ফুরিয়ে আসা ছোট নদীটির তীরে।
বাড়ন্ত ঘাসে ভরা বুকে ডাহুকের ডিম,
জাগা চরে হাঁপায় স্রোতে। অন্তিম
শ্বাস ছেড়ে উবে গেছে আশাহত মাছ
বৃষ্টিরা বেড়াবে বলে কত আশ্বাস
দিয়েছিল! গেছে সব নিদাঘের ঘায়
তাতে ওই শুকতারার কী বা আসে যায়?
দল বেঁধে ঘুরে যায় শুক্লোর রাতে
"মরা নদী"__ ভুলে যায় বৃষ্টির আশাতে।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০৭