'কী ধরেছে ছিপের ডগায়?'
দেখতে গিয়ে হঠাৎ-
পায়ের তলে চাপ লেগে, ভাই,
কিচ্ছু একটা মটাৎ!
'কী হলো' --তাই দেখতে গিয়ে,
কাদায় পড়ে, "ও কী!"
পা দেখিয়ে জোর চেঁচিয়ে--
হাঁউ মাঁউ হাউ__ গড়গড়িয়ে
কাঁদছে কোলায়; সে কী!
'পা ভেঙেছে, পা ভেঙেছে,
কর'ছে ভেঙে গুঁড়ো।'
মড়-কান্নায় করলে কেঁদে
হাজার মানুষ জড়ো।
'মা, ও গো মা, গেলাম মা গো।'
কান্না বাবা সে কী!
এই গেল হুঁশ, ওই ফেরে জ্ঞান,
এই গেল প্রাণ পাখি?
ঢালে কেহ পানি মাথায়,
তিরষ্কারে বিঁধে, শাসায়,
'..দেক্কে চলে না!
কচি ঠ্যাঙ ভাঙছে ব্যাঙের
কী হবে তার ক্ষেত-খামারের,
বিয়ে হবে না।'
কেউ বলে, 'ভাই, সদরে যাও,
নতুন একটা কিডনি লাগাও
লিভার কিনতে পারো,
চোখের ওষুধ নাই যদি খাও
বিয়ের আশা বাদ দিয়ে দাও
আটকে দমে মরো।'
এই শুনে ব্যাঙ
ফের অজ্ঞান
আর ফেরে না হুঁশ,
ক্ষণিক ভুলে কী মুসিবত
অসাবধানের কত্তো বিপদ!
শান্তি পুড়ে তুষ।
জ্ঞানী জনে শুনে-সমঝে
রুগী নিয়ে যেতে গঞ্জে
ফের ফেলেছি পা,
পায়ের নিচে "মড় মড় মড়"
ভাঙল বুঝি ছ'-সাত হাড়
সবাই চেয়ে থ!
পথে পড়ে পাটখড়ি কুছ
ভাঙছে তায় পায় লেগে ঠুস
বুঝছি এতোক্ষণে,
ব্যাঙ ছিল তো ওই ওধারে
ওর ক্যামোনে পা ভাঙে রে
ভাঙার শব্দ শুনে?
গুয়ে মাছির গান শুনে ভাই
মা মরেছে __কেঁদে ভাসাই
ডেকে দেখি না!
এমনি করে পরের জ্ঞানে
রইব গোলাম যতদিনে
দুঃখ যাবে না।
পড়তে বসে এমনি করে এসব চলে অকাজ। যা আসে তাই দেই গুঁজে, খুঁজি পাই যা আশপাশ। এ যেন ঝোলার মাঝের অফুরানকে অকাতরে বিলিয়ে খুড়ানো আনন্দ।
প্রথম ছবিটা ছবি-আঁকার আলসেমিতে নেট থেকে পেড়ে ধুয়ে মুছে করেছি সুনন্দ।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৬