___"তাহলে তুমি বলতে চাইছো, গত বছর বিশে কোন জিনিসেরই দাম বাড়েনি?"
___"গত দু' দশকে কোন জিনিসের দাম তো বাড়েইনি বরং দামি দামি জিনিস হয়েছে সস্তা।
বিশ্বাস যদি নাই কর, ইকরামের দু'মেয়েকে জিজ্ঞেস করতে পারো-
জিজ্ঞেস করতে পারো বেপরোয়া বাসের চাপায় চ্যাপ্টা শিক্ষার্থীর সহপাঠির কাছে।
সেমিস্টার ফি যোগাতে যে ছেলেটা গ্রীষ্মে পরের ভুঁইতে দিন-মজুরের কাজ করে ঢাকায় ফেরে,
তুমি তার কাছেও জিজ্ঞেস করতে পার।
তুমি জিজ্ঞেস করতে পারো "ক্ষিধে নেই" -বলে যে ছেলেটা শূন্য পকেটে লুকায় সম্ভ্রম।
তুমি চাইলে বেইলি রোডের পোড়া-বেলী দিতে পারে উদাহরণ।
উপমা দেবে এই রোজায় ডামি ফলে ইফতার করা প্রতি রোজাদার
কী হারে দাম পড়েছে ব্যবসায়ী সততার!
তখন তুমি দেখবে, মনুষ্যত্বের দাম কমেছে। সততার দাম কমেছে।
দাম কমেছে আদর্শের, নীতির, বিবেকের, বিশ্বাসের।
সবচেয়ে কমেছে দাম জীবনের!
বুঝলে তণুর মা, জীবনের!
আর তোমার তণু ছিল এই মূল্যহ্রাসের চূড়ান্ত সীমানা।"
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৫