চন্দ্র
"নিখোঁজ হয়েছে তাজ-কোহিনুর
বাগে রাণী --'নার্গিস!'
খোঁজ পেলে তারে সদয় করে
(পঁচিশ বিশে) জানায়ে দিস।"
__কেবলই বুঝছি ঝুলছে ক্যানে
স্বর্গ-দ্বারে এই নোটিশ।
পক্ষ
পাপে পাপে ডুবে যাই পুণ্যে ফুটিবার আশে
তবুও সে আশা উর্ণারো বাসা
ভাঙে বারে বার ফাগুন হুতাশে;
ডুবে যাই পাপে, পুণ্যে ফুটিবার আশে।
অলির(অ) অবহেলায় ফাগুন, 'ভুল' হয়ে হাসে।।
নেত্র
... হারাতে কে চায়? তবুও যার যায়;
সে-ই মাত্র জানে কেমন সে ব্যথা; হারাবার স্বাদ
জগৎ জুড়িয়া মুখিয়া' আছে ব্যথার আলিঙ্গন-ফাঁদ।
বেদ
না থেকেও থাকে কতভাবে___ থাকে আশায়, যাওয়ায়
ঘৃণায় থাকে, থাকে রাগে____ থাকে না শুধু পাওয়ায়।
শ্বাসে থাকতো, বাসে থাকতো____ অনুভূতির নীরে
কোথাও তোমার পাবে না তায়____ পথই গেছে ঘুরে।
কী যে এক অভিশাপের যন্ত্রণারে!
পুব জনমের পাপসম সে সঙ্গিনীরে
কী যে এক অভিশাপের যন্ত্রণারে!!!
বাণ
অগ্নিচক্র চিত্ত ছায়ার জিঞ্জিরে
ঝঞ্ঝে ঝিঙে দোলে নব নির্ঝরে।
পুবের প্রলয় ফণী বিষে
ভাঙা মরুর সন্ধ্যা শেষে
সাম্যবাদী সর্বহারা হিল্লোলে।
আগের কবিতাগুলোর (খণ্ডিত শিরোনামে) ক্ষেত্রে একটা থিম মেইনটেইন করার চেষ্টা ছিল। আজ জীবন ধরার চেষ্টায় মরিয়া মোহ-প্রেম, দুঃখ, দ্রোহ দিয়ে।
ছবি: সংগৃহীত।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৩