মাঝে মাঝে বসিয়া ভাবি পৃথীবিতে যদি খাদ্য না থাকিত তাহলে আমরা কি খেতাম।
.
বাংলাদেশে কি খাদ্য নেই...!?? আছে হয়তো, নাহলে আমি এতো মোটা হইতেছি কিভাবে...!! কিন্তু তাহলে মানুষ সমুদ্রপথে মৃত্যুর সাথে দেখা করতে পালায় কেন..!!! তাহলে দুই বছরের শিশুটিকে কেন অভিবাসীরর বোঝা মাথায় নিয়ে নৌকা ডুবে মরতে হল..!!
.
হঠাৎ করে মোবাইল বেজে উঠলো। একটা নাম্বার, "চারুলতার নাম্বার " । আমার প্রাণের
বান্ধবী।
.
চারুলতাকে বলিলাম, "আচ্ছা চারু, পৃথিবীতে
যদি খাদ্য না থাকিতো, তবে আমরা
কি খেতাম ...???"
.
"মানে...???"
.
"মানে, কি খেয়ে আমরা বেঁচে
থাকতাম...???"
.
"ধুর, কি আবল-তাবল বকছিস...???"
.
চারুলতা রাগ হয়ে ফোন কেটে দিলো। চারুলতা একটা
দুর্বল মেয়ে। এসব খাদ্য সংক্রান্ত জটিল
চিন্তা-ভাবনা ওঁর মাথায় ঢুকবে না।
.
চারুলতার কথা ভাবতে ভাবতে, হঠাৎ করে
আমার মধ্যে দিব্যজ্ঞানের উদয় হইলো।
আবারও চারুকে ফোন দিলাম...!!!
.
"হ্যালো চারু...???"
.
"হুম।"
.
"সমস্যার সমাধান হয়ে গেছে।"
.
"কিসের সমস্যা...???"
.
"খাদ্য সমস্যা।"
.
"ওহ্ .. কি সমাধান পেলি...???"
.
"পৃথিবীতে খাদ্য না থাকিলে, আমি শুধু
তোর মুখের দিকে তাকিয়ে যুগ যুগ পার
করে দিতে পারতাম।"
.
"যাহ শয়তান...তুই আসলেই একটা পাগল...!!!...!!!"
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১