মনের কোণে উঠেছে এক বিশাল রকম ঝড়
আজ রক্তে জেগেছে শহীদ হওয়ার নেশা
একপাশে ফুলগুলো সব একটা একটা করে
দুমড়ে মুচরে লাশ বানাচ্ছে শকুনেরা সব
ফুলগুলোর ঝাঝালো সুভাষ বড্ড বিরক্তিকর
রাষ্ট্র আজ নষ্ট হয়েছে এই ফুলের ছোয়ায়
তারা তো প্রতিদিন গলা উচিয়ে বেশ্যা ধ্বনিতে
সকাল বিকাল বন্দনা করে সব আকাশ পাতাল
কাকগুলো সব হায়েনার সাথে যোগ হয়েছে
কলকাঠি সব শকুনের ঝাঁকে থাকা এক
প্রবীণ পেঁচার কোমরে থাকা চাবির গুচ্ছে
সবে মিলে শখ করেছে ফুলের লাশ ভক্ষণের
ফুলগুলো চোখে চোখ রাঙিয়ে প্রতিযোগিতায়
কে কার আগে লাশ হয়ে তাদের পেট ভরাবে
আধার কাটলে ভোর বেলাতে আলোর আশায়
স্বপ্ন বুনে স্বাধীন হওয়ার
মনের কোণে উঠেছে এক বিশাল রকম ঝড়
আজ রক্তে জেগেছে শহীদ হওয়ার নেশা
এই নষ্ট রাষ্ট্রের ল্যাংটো কুকুরেরা দাপিয়ে বেড়ায়
শহরের সব অলি গলি রাস্তায় লেজ দুলাতে দুলাতে
প্রয়োজনে চেটে দেয় কাক হায়েনার পাদুকা জোড়া
ফুলগুলো সব আত্না হয়ে যাচ্ছে চলে ঐ অসীম আকাশে
বড় ছোট মাঝারি রকমের লাল নীল হলুদ রঙের
বেলী জুই শাপলা গোলাপ আরও শতেক পদের নাম
হায়েনাগুলো সব উপোস ছিল তাই তারা হিংস্র
কাকগুলো সব কোকিলের বেশে উৎ পেতে ছিল গগনে
আর কুকুগুলো সব শকুনের দাওয়াতে নিমন্ত্রিত আজ
সবে মিলে এই ফুলের লাশের গন্ধ শুকবে প্রাণ ভরে
নতুন সূর্যের আশায় ফুল গুলো সব বুক চিতিয়ে
এই নষ্ট রাষ্ট্র থেকে বিদায় নিচ্ছে অবিরত প্রতিক্ষণ
আর কুমিরগুলো তাদের তাতীয়ে দিয়ে উৎ পেতে আছে
সুযোগ পেলে ঘাড় মটকাতে