সে জিতেছিল কোন একদিন
এস.এম.আহমেদ মনি
আজ থেকে ঠিক মৃত্যু পর্যন্ত
আমি চাই না দাড়াতে তার সম্মুখে
তার চোখে আর একটিবারও আমার
চোখ পড়ুক তা আমি চাই না
কারণ তার চোখের চোরাবালিতে
আমি তলিয়ে যাব
ঠিক একটু একটু করে
আমি নরকের দরজায় দাঁড়িয়েও
যদি দেখি সে নরকে জ্বলছে
আমি যাব না ছুটে তার পানে
জানি কাছে গেলে সইবেনা মন
তাহার সুতা পরিমাণ কষ্ট কালে
বিষাদে আমি সুখীই আছি
এই সুখটুকু যে তাহারই দান
তার ঐ পৈশাচিক আনন্দ মনে
যেভাবে হৃদয় ছিড়ে করেছে খান খান
ঠিকই স্রষ্টা পুরস্কৃত করবে তাকে
ফোটায় ফোটায় আনায় আনায়
সে যদি চাইত দিতাম মোর
শরীরের প্রতিটি রক্ত ফোটা
পাজরের হাড় দিয়ে গড়ে দিতাম চিরুনি
আর পাখা বানাতাম হাত দুটোকে
সে জিততে যেয়ে ভীষণ রকম
ঠকে গিয়েছে তাহার অজান্তেই
পরের জন্মেও আবার যেন
এভাবেই সে নীরবেই চলে যায়
আমি আমার মত হৃদয় দিয়ে
এক সমুদ্র ঘৃণা নিয়ে থাকব অপেক্ষায়…