মিঠা প্রতিশোধ
এস.এম.আহমেদ মনি
প্রেয়সী মোরে করিয়াছ মহান
সুখের থেকেও বেশি অশ্রু করেছ দান,
প্রতিশোধ নিচ্ছি তাই যুগের শেষেও
যায়গা দিয়ে কবিতার কোনায়।
আনন্দের সময় মনে পরছে না খুব
তবুও রাত্রি প্রহরে মনে পড়ে যায়
না বলা উক্তি গুলো চিৎকার করে-
স্বপ্ন ঘোড়ে মনের আঙিনায়।
প্রেয়সী তুমি হাত না ছুয়ে
মন ছুয়েছ বহুবার,
তাইতো তোমায় কবিতায় এনে
মন পৈশাচিক আনন্দ পায়।
সৃতিগুলো কি ভাবায় তোমায়?
বছরের কোন দিন পঞ্জিকায়
যতই আমি তোমায় ভাবি
ভেবনা ঢুবে থাকব গঞ্জিকায়।
প্রেয়সী মোরে করিয়াছ মহান
সুখের থেকেও বেশি অশ্রু করেছ দান,
প্রতিশোধ নিচ্ছি তাই যুগের শেষেও
যায়গা দিয়ে কবিতার কোনায়।
উৎসর্গঃ নিজস্ব প্রেয়সী