কবিতা মরে না
-এস.এম.আহমেদ মনি
কবিতা কখনও মরে না
মরে কেবল কবি রা-
হয়ত হাজার রাত্রি পরে
কোন এক ক্ষণে, হঠাৎ মস্তিষ্কে কড়া নাড়ে
ইচ্ছের বিরুদ্ধে সৃষ্ট হয় কবিতা;
কবিতা কখনও মরে না, হ্যা
আবার বলছি, কবিতা কখনও মরে না।
কবিতা মনকে আনন্দ দেয়, কাঁদায় !
আবার কখনও প্রিয়তমার সৃতি মনে করায়,
সেই সৃতির বৃষ্টিতে ভিজতে ভিজতে
কবি কখনও আনন্দ পায়, মুচকি হাসে
কখনও চেতনার আড়ালেই চোখ ভিজে সাগর হয়-
তবুও কবিতা মরে না।।
কবিতা মরতে পারে না।
কেবল মরে কবিতার কারিগর !
পেছনের ভালো সময়, মন্দ সময়
সামনে আনে কবিতা,
কবির সৌধের উপর ফলক হয়ে
আটকে থাকে আজীবন।
কেও স্বীকার করে আবার কেউ করেনা
তবুও কবিতা মরে না,
সত্যি বলছি, কবিতা মরতে জানে না
কেবল মরে কবি রা...