অপশন....
শান্তি মনে ঘুমাও তুমি
বর পোলাপান সঙ্গে লইয়া
বালিশের তলে টাকার বান্ডেল
আমারে তুমি না বলে যাইয়া
দরজার ছিটকিনিটা ঠক করে রোজ
বহুতবার খোলা হয় রাতে তোমার
না জানি বর কত মহব্বতে তাই
ডটেড ছিড়ে ফালায় কতবার
এদিকে আমি বহুদূর থেকে
বিড়ি খাই আর রোজ মরি
আসলে মরার কোন অপশন নাই
তোমার কাছেই অপশন দেখি
অপশনের সোদনে একদিন ঠিকই
ঢুকব মাথায়, দেহ চললে পয়সা নাও
আর চামড়া ঝুললে নিতম্ব বরাবর ঠাঠিয়ে
লাথি মেরে দিবে রান্না ঘরের মেঝে
ঠিক সেইদিন বুঝবা তুমি
আসলে ভালোবাসারও কোন অপশন হয়না
অপশন হয় কেবল টাকা পয়সা আর লোভে।