বিরতির পর
এস এম আহমেদ মনি
দীর্ঘ কয়েক হাজার রাতের পর
আজ শেষ হলো মোর বিরতি !
আসছি ফিরে তোমার নিকট
স্বপ্ন আশা মন মিনতি।
এই সহস্র রাতে কেবল
অচেতন দেহে তোমায় ভাইবা ভাইবা
ক্লান্ত মনে চাপা কষ্টে বার বার,
তোমার মাদকতায় সেই রকম এক ফিলিংস হইছে
তবুও রিহ্যাবে গিয়েছি মনের বিরুদ্ধে
প্রতি ক্ষণে ঘন্টায় দিনে রাতে।
এই রিহ্যাব কিন্তুু ঐ রিহ্যাব না !
এই রিহ্যাব কেবল তোমার মাদকতাকে
খনিক সময়ের জন্য ভুলে
মনটাকে শক্ত করে আটকে রেখেছি-
যেখানে বাহির থিকা দরজা বন্ধ আর ছোট্ট খিরকির মত জানালা একটা
সেই জানালা দিয়া কতশত গাড়ি যায় রাস্তা দিয়া
তাই দেখতাম আর গুনতাম।
আজ মেলা দিন পর একটু শান্তি লাগতেছে
বাইরের হাওয়া বাতাস পরনের কাপর লুঙ্গির ফাক দিয়া,
গ্রীষ্ম কালের গরমের ভেতর ঢুকলে যেমন লাগে
ঠিক তেমন শান্তি লাগতেছে।
এত আকাশ সমান শান্তির মধ্যেও কেমন যেন
মন্দ ভাব মনের ভেতর ঢুইকা গেছে,
বর সংসার লইয়া আছোই ভালো শুনলাম
কত কি লাগে তোমার, কত কি ঢুকে আর বের হয়
মন কি তবুও শান্তি পায়?
আমি বহুক্ষণ পর ফিরছি আজ মোর ঠিকানায়
মনেক ভেতর তুমি থাকলেও, আজ থেকে
আমার ও লাগবে ভালো, ঢুকবে আর বের হবে শান্তি আর অশান্তি
পিপড়ার মত সাড়িঁবেধে।
আমি ফিরছি আজ,
আমি ফিরছি ! বহু রাত্রি পরে.....
লেখা উৎসর্গ : প্রিয় মারজুক
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:২৩