বাংলাদেশের ট্রাভেল এ্যান্ড ট্যুরিজম সেক্টরকে আরো একধাপ এগিয়ে নিতে উদ্যোগী হয়েছে অফরোডবাংলাদেশ ডট কম। অজস্র বাংলাদেশী ওয়েবসাইট এবং পোর্টালের ভীড়ে কেবলমাত্র এদেশের ঐতিহ্যকে একটু ভিন্নভাবে আরেকটু বিস্তারিত তথ্য নিয়ে পাঠকের কাছে তুলে দিচ্ছে অফরোড বাংলাদেশ। বাংলাদেশের ট্রাভেল এবং ট্যুরিজম শিল্পে এরকম সাইট এটাই প্রথম এবং একমাত্র।
অফরোড বাংলাদেশ মূলত একটি ক্লাউডসোর্স ভিত্তিক ওয়েব পোর্টাল যেখানে সাধারণ ব্যবহারকারীরা তাঁদের ইচ্ছামত তথ্য সংযোজন-পরিমার্জন-পরিবর্ধন করতে পারবে এবং নিজের নামে এ্যাকাউন্ট খুলে তথ্য-ছবি বা ভিডিও আপলোড করতে পারবে, তবে তা হতে হবে ট্রাভেল-ট্যুরিজম বা লোকাল ইন্টারেস্ট ভিত্তিক।
সাইটটির কর্ণধার বগুড়ার ছেলে ফেরদৌস মোত্তাকিন (যিনি পেশায় একজন টেলিকম প্রকৌশলী), সাইটটির ব্যাপারে বলেন- বাংলাদেশের পরিচিত ট্রাভেল ডেস্টিনেসনগুলো এখন সবাই কমবেশি চেনে কিন্তু দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা লুক্কায়িত সৌন্দর্যগুলোকে খুজে বের করে ভ্রমনপিপাসু পাঠকের সামনে তুলে ধরাই হবে অফরোডের কাজ। এই সাইটটিতে ক্যাটাগরি ভিত্তিক আকর্ষনীয় স্থান গুলোর তালিকা যেমন আছে, তেমনি আছে থানা বা জেলা ভিত্তিক ভাবেও স্থান খুজে বের করার সুবিধা।
সাধারণত বয়স এবং রুচি অনুযায়ী একেকজনের ভ্রমন চাহিদা একেকরকম থাকে, কেউ হয়ত পুরানো ধর্মীয় স্থান খুজে বেড়ায় আবার কেউ খোজে রাজবাড়ী! ভোজনরসিক কেউ হয়ত সুস্বাদু খাবার চেখে দেখার লোভে চষে বেড়ায় সারা দেশ। এভাবেই বিভিন্ন রুচির মানুষের সুবিধার্থে এই সাইটে রয়েছে বিভিন্ন ভাগ- যেমন: আর্কিওলজিকাল বা প্রত্নতাত্নিক, আর্কিটেকচারাল বা প্রাচীন স্থাপত্য সংক্রান্ত, থিওলজিকাল বা কেবলমাত্র ধর্ম সংক্রান্ত, রাজনৈতিক ইতিহাস এবং কেবলমাত্র ল্যান্ডস্কেপ বা প্রাকৃতিক সৌন্দর্য চষে বেড়ানোর সুযোগ।
সাইট টিতে ১৫০০ এরও বেশি দর্শনীয় স্থানের বর্ণনা হাই-রেজ্যুলেশন ছবি সহ অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হয়েছে এবং নিত্যনতুন তথ্য সংযোজনের কাজ প্রতিনিয়তই চলছে। যেহেতু ভ্রমন এবং এসংক্রান্ত তথ্য অত্যন্ত ডাইনামিক অর্থাৎ সদা পরিবর্তনশীল সেহেতু প্রায় প্রতিদিনই তথ্য সংযোজন-বিয়োজন করতে হয়
সাইট কতৃপক্ষের।
এবারের ডিজিটাল মেলায় আগমনের প্রধান উদ্দেশ্য সমন্ধে প্রতিস্থানটির অপারেশন্স এক্সিকিউটিভ কাজী মৈত্রী জানান: যেকোন এলাকা সমন্ধে সেই এলাকার অধিবাসীই সবথেকে ভালো বলতে পারবেন আর তাই এবার আমরা এলাকা ভিত্তিক আগ্রহী ব্লগারদেরকে নিজের এলাকাকে নিয়ে লেখালেখি করতে উৎসাহিত করতেই এবারের মেলায় এসেছি। এছাড়াও, ট্যুরিজমের পাশাপাশি লোকাল বিজনেসগুলোর তালিকা নির্মানকাজেও এই সাইটটি যথেষ্ট ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। কারণ কোন এলাকায় বাইরের ট্যুরিস্ট গেলেই ঐ এলাকার স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসার প্রসার এবং উন্নতি ঘটে যার ফলে স্থানীয় শিল্পগুলোও মাথা তুলে দাঁড়াতে পারে।
কেবলমাত্র ভ্রমণই নয়, ব্যবসায়িক কাজেও হয়ত আমাদের অনেককেই অনেক অপরিচিত স্থানে যেতে হয়। সেখেত্রে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, বাসে গেলে ভাড়া কত, ট্রেনে গেলে কত সময় লাগবে, এলাকার নিরাপত্তা কেমন, স্থানীয় থানা কোথায় এমনকি গুগল ম্যাপের সহায়তায় হাতের কাছে কোন কোন ব্যাংকের এটিএম বুথ রয়েছে তা খোজার সুবিধাও রয়েছে অফরোড বাংলাদেশ ডট কম এই সাইটটিতে।
এই সাইটটিতে ভ্রমনবিষয়ক লেখালেখি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে তাই যেকেউ এখানে তার ট্রাভেলগ লিখতে পারবে এবং ছবি বা ভিডিও আপলোড করতে পারবে। সাধারণ ব্লগিং এর মতই অন্যান্য ব্লগার বা পাঠকরা রিভিও এবং রেটিং দিতেও পারবে। তাই আপলোডকৃত তথ্যের যাচাই এবং গ্রহণযোগ্যতাও অনেক সহজ হয়ে উঠবে।
অফরোড বাংলাদেশ মূলত YourTripMate.com নামক একটি ওয়েবসাইটের উদ্যোগ। আড়াই বছর ধরে চলা এই ওয়েবসাইটটির আরেকটি সিস্টার কনসার্ণ হল Visa Thing যা বাংলাদেশী নাগরিকদের দেশের বাইরে যাবার জন্যে সবরকম সহায়তামূলক তথ্য প্রদান করে থাকে
Frequently Asked Question :
১. আপনাদের কাজ কি ?
= আমাদের কাজ আপনার বাড়ীর আশে পাশের উল্লেখযোগ্য জিনিসের নাম আমাদের ওয়েবসাইটে আপলোড দেওয়া
: তাতে আমাদের লাভ কি?
= আপনাদের এলাকায় লোক সমাগম বাড়বে, এলাকায় টুরিস্ট বাড়লে এলাকার অর্থনৈতিক অবস্থা ভালো হবে...
: আমরা যশোরের লোক, নিজেদের এলাকায় অন্য কাউকে ঢুকতে দেব না!
২. আপনাদের লক্ষ্য কি ?
= আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে আমাদের সাইটে আপনার নিজের এলাকা নিয়ে লেখালেখি করার জন্যে উদ্বুদ্ধ করা
: তাতে আমার লাভ কি ?
= .....
৩. আপনি কি ব্লগিং করেন?
= ব্লগিং করলে সুবিধা কি ?? (People Are Not Aware of blogging)
৪. এই কাজ করে আপনাদের লাভ কি?
: সবার আগে দেশের লাভ, আর দেশের লাভ মানে আমাদেরও লাভ!
= কিন্তু এখন কোম্পানি চলছে কেমন করে?
: নিজেদের পকেট থেকে
৫. আপনারা কি Trip Advisor এর মত কোন সাইট??
৬. আপনারা কি Wikipedia এর মত কোন সাইট??
৭. আপনারা কি তাবলিগী জামাতের জন্যে কিছু একটা করবেন?
৮. আপনারা কি রাস্তা-ঘাট নিয়ে কাজ করেন??
৯. আপনারা কি ট্যুর অপারেটর, প্যাকেজ ট্যুর করেন?
১০. বাংলাদেশের বাইরের তথ্য পাওয়া যাবে??
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০২