(এইটা একটা মনঃস্তাত্বিক গল্প, আমার আসলে কোন চাকরির দরকার নাই)
================= Part-1 ======================
: দোস্ত, আমার একটা চাকরি দরকার
:: বলিস কি?! তুই না তোর বাবার বিজনেস দেখিস?!!
: হুমম, বাট এখন দরকার
:: কেন দোস্ত?
: হঠাৎ কিছু টাকার দরকার পড়ল...
:: কিছু টাকার দরকার হলে আংকেলের কাছে চা...
: উহু, চাওয়া যাবে না
::হুম, কি ঘটনা খুলে বলতো
: কোন ঘটনা না
:: নিশ্চয়ই কিছু হয়েছে, গার্লফ্রেন্ড কি প্রেগনেন্ট
: আরে ধূর শালা... ইন্ডিয়া যাবো, ঘুরতে
:: হঠাৎ ইন্ডিয়া কেন? গতমাসেই না একবার ঘুরে এলি
: হুমম, বাট আবার যাবো
:: দোস্ত, কাহিনী কি হইছে সেইটা ঘুরিয়ে-পেচিয়ে না বলে খুলে বল
: কোন কাহিনী হয় নাই
:: কাহিনী তো অবশ্যই হইছে, কি-রে ইন্ডিয়ায় গিয়ে কি নতুন কোন মাল পটিয়ে এসেছিস্ নাকি??
: আরে না ধুর! শালা, তোর সাথে কথা বলাটাই লস
:: কোন নতুন প্রেম?
: আচ্ছা অর্ণব, তোর মাথায় কি শুধু প্রেম-ভালোবাসা ছাড়া আর কোন কথা আসে না
:: না মানে... তোকে নিয়ে তো আমি এসব ছাড়া আর কিছু চিন্তা করতে পারি না..
: মর শালা!
:: এত ক্ষেপছিস কেন?? আমার কি কোন অধিকার নেই জানার যে আমার বন্ধু কি এমন বিপদে পড়ল?
: বিপদে তো পরি নাই দোস্ত
:: বিপদে পড়স নাই শিওর?? আচ্ছা দেখি, আমার অফিসে কোন মার্কেটিং পোস্ট খালি আছে কিনা..
: দেখ, যাস্ট তিন মাসে তিরিশ হাজার টাকা হলেই চলবে
:: তিন মাসে??
: হ্যা, তিন মাস পর চাকরি ছেড়ে দেব
::তুই না ইন্ডিয়া যাবি বললি?
: হ্যা, চাকরি ছাড়ার পরই ইন্ডিয়া যাবো
:: এত রহস্য করে কথা বলিস কেন রে তুই?
: আহা! রহস্যের কি দেখলি? টাকাটা পেলেই না ইন্ডিয়া ঘুরতে যাবো
:: হঠাৎ করে লাপাত্তা হয়ে যাবি?
: ঠিক লাপাত্তা না, কয়দিন পর তো ফিরে আসবই। তুই তো জানিসই আমার এই স্বভাবের কথা, হুট-হাট যখন যেখানে ইচ্ছা চলে যাওয়া
:: হুম, তাও ঠিক
: দ্যাখ কি করতে পারিস
:: হুম, দেখি...
==================== Part -2 ===================
: দোস্ত, অল্প ভাড়ায় বাসা পাওয়া যায় কোনখানে জানিস?
:: কেন, অফিস দিবি??
: না ঠিক অফিস না, বাসাই নেব
:: বাসা নিবি, তুই!!! কি দরকার??
: না মানে...
:: মানে কি খুলে বল
: ভাবছি আমি আর জলি এখন সংসার শুরু করব
:: কি বললি তুই?! তোরা কি বিয়ে করেছিস নাকি?
: হুম, গত মাসে
:: গত মাসে বিয়ে করলি অথচ আমি জানলাম না!
: এটা একটা সিক্রেট মিশন ছিল, কেউ জানে না
:: কেউ জানেনা মানে? বিয়ের সাক্ষী ছিল কে? তোদের বিয়েতে না আমার সাক্ষী হওয়ার কথা ছিল?
: ইয়ে মানে, হঠাৎ করে হয়ে গেল তো...
:: মানে কি এসবের?
: বাদ দে...
:: বাদ দেব কেন? এখন বাসা নিতে চাচ্ছিস?
: হুমম
:: আচ্ছা, শেখেরটেক এলাকায় ১০-১২ হাজার টাকার মধ্যে ভালো বাসা পাওয়া যায়, খুজে দেখে দেবোনে...
: অনেক ধন্যবাদ দোস্ত
:: হুম
===================== Part - 3 ==================
(চলবে...)
(এই গল্পের সবকটি চরিত্র ১০০% বাস্তব)
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৪