আমার যত ইচ্ছেঘুড়ি...
ইচ্ছে করে পাতা ঝরা শীতের সময়ে নির্জন রাস্তায় হাটতে। আমি হেটে যাবো ঝরে পড়া পাতার উপর দিয়ে আর মৃদু ঠান্ডা হাওয়া গাছ থেকে পাতা ঝরিয়ে আমাকে স্পর্শ করে বয়ে যাবে.........
ইচ্ছে করে ঝুম বৃস্টিতে কাক ভেজা হয়ে হেটে বেড়াতে। আর ভেজা অবস্থায় এক কাপ চায়ে চুমুক দিতে......
ইচ্ছে করে অফিস ডে তে অফিস কামাই দিয়ে সারাদিন ঘুমাতে.... (ছুটির দিনে ঘুমিয়ে সেই মজাটা কম।)
ইচ্ছে করে গুঁড়ি গুঁড়ি বৃস্টিতে নৌকায় ঘুরে বেড়াতে....
ইচ্ছে করে সারা রাত ঘরের বাইরে ঢাকা শহরের নিশ্চুপ রাস্তায় হেটে বেড়াতে....(হলে থাকতে অনেক করেছি, এখন আর করা হয় না।)
ইচ্ছে করে নিম্নচাপের সময় (সিগনাল ৩-৭, ৭ এর পর ভয় পাই) পতেঙ্গায় সমুদ্রের সামনে বা ১৫ নম্বরে কর্ণফুলীর পাড়ে বসে থাকতে..... (ঝড়ো বাতাস ও হালকা বৃস্টি ছুঁয়ে যাবে আমায়)
ইচ্ছে করে শরৎকালে যে কোন চরে শ্বেত শুভ্র কাশফুলের মাঝে ছুটে বেড়াতে ....
ইচ্ছে করে নিজের বিরাট ভুড়িটাকে হাওয়া করে দিতে (কিন্তু ব্যায়াম করতে মোটেই ইচ্ছে করে না।)
ইচ্ছে করে আমার সেই ৮ টা বন্ধুর সাথে একসাথে বসে থাকতে আগের মত যখন মনে হতো আমরা সময়কে আটকে রাখতে পারি........
ইচ্ছে করে সব আপনজনের মাঝে থাকতে, সবার হাসিমুখ দেখতে....
ইচ্ছে করে কিছু অমানুষকে ধরে ইচ্ছামত লাথি দিতে...(কিন্তু পারি না, প্রায়ই তাদের সামনে হাসিমুখ করে কথা বলতে হয়।)
এই পোস্টটি হচ্ছে আমার ইচ্ছেগুলোর একটি খোলা খাতা। পরে যখন খুশি এটাতে আরো ইচ্ছে সংযোজিত করা হবে।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪১