হাসিনা আমলে মহিলা কর্মকর্তাদেরও 'স্যার' সম্বোধন করতে হতো। এর মুলে ছিল, হাসিনা নিজে 'স্যার' ডাক শুনতে চাইতেন।
এক সচিব এর ব্যাখ্যা দাঁড় করিয়েছিলেন এভাবে: 'You are addressing the chair, not the person.' অর্থাৎ, আপনি চেয়ারকে 'স্যার' সম্বোধন করে সম্মান জানাচ্ছেন, ব্যক্তিকে নয়।
এ প্রসঙ্গে আমার প্রশ্ন, 'স্যার' সম্বোধনে সম্মান, আর 'ম্যাডাম' সম্বোধনে অসম্মান একান্তই পুরুষতান্ত্রিক চিন্তা নয় কি? 'ম্যাডাম' সম্বোধন করলে চেয়ারের অসম্মান হয় কি করে?
বলা বাহুল্য, উন্নতদেশগুলোতে কিন্তু 'স্যার' বা 'ম্যাডাম' সম্বোধন করা হয়না কোন চেয়ার বা কর্মকর্তাকে। সচরাচর ফার্স্ট নেইম ধরেই কর্মকর্তা-কর্মচারীদের ডাকা হয়। Gen Z-কে এ বিষয়টা জানতে হবে।