ভুলক্রমে পোষ্টপেইড কার্ডের পরিবর্তে প্রিপেইড কার্ড কিনে আবারও ভুল করেছি। সবগুলা একসাথে ঘষে ফালাইছি।
তবে এখনও ইউজ করা হয় নি। কার লাগলে জানাইয়েন।
৪০০টাকার ২টা আর ১৫০টাকার ২টা।
ভুলক্রমে পোষ্টপেইড কার্ডের পরিবর্তে প্রিপেইড কার্ড কিনে আবারও ভুল করেছি। সবগুলা একসাথে ঘষে ফালাইছি।
ঈদের খুশি ঈদের হাসি,করছি হিসেব কত
ভাবছি বসে আঁকছি ছবি যে যার মনের মতো ।
রঙবাহারি জামা জুতো,নানা ঢঙে চলা
অকারণে হেসে হেসে নানান কথা বলা ।
গলির ধারের সেই ছেলেটি যে সদা... ...বাকিটুকু পড়ুন
জেগেছে বাংলাদেশ: কমে গেছে আগ্রাসী ভারতের সীমান্ত হত্যা
জুলাই ২০২৪-এর বিপ্লবের পর বাংলাদেশ-ভারত সীমান্তের চিত্র আমূল বদলে গেছে। এখন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ভারতের বিএসএফ-এর মুখোমুখি দাঁড়িয়ে আত্মমর্যাদার সঙ্গে কথা... ...বাকিটুকু পড়ুন