করে দিলে হবে ৬ কোটি টাকা,
৫০ জন মহিলা সংসদসদস্য ১ লাখ টাকা
করে দিলে হবে ৫০ লাখ টাকা,
৩০টি ব্যাংক ২ লাখ টাকা করে দিলে
হবে ৬০ লাখ টাকা,
৩০টি শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান ৫ লাখ টাকা
করে দিলে হবে দেড় কোটি টাকা,
আরো ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান ২ লাখ টাকা
করে দিলে হবে ৬০ লাখ টাকা,
১০০টি হাসপাতাল ৫ লাখ টাকা করে
দিলে হবে ৫ কোটি টাকা,
২৫ জন ক্রিকেটার ২ লাখ টাকা করে
দিলে হবে ৫০ লাখ টাকা,
২৫ জন নায়ক নায়িকা ২ লাখ টাকা
করে দিলে হবে ৫০ লাখ টাকা,
২৫ জন গায়ক গায়িকা ১ লাখ টাকা
করে দিলে হবে ২৫ লাখ টাকা,
৩০ টা মাজার ৩ লাখ টাকা করে
দিলে হবে ৯০ লাখ টাকা।
এত টাকা দিয়ে কি হবে ?
দাঁড়ান, আগে যোগ করি।
যোগ করলাম।
মোট হলো- ষোল কোটি পঁয়ত্রিশ লাখ টাকা মাত্র।
হ্যাঁ, এবার এই টাকাগুলো বন্যাক্রান্ত অসহায় লোকগুলোকে সহায়তা হিসেবে দিই। তাদের জন্য বড্ড উপকার হবে। আর যাদের কাছ থেকে নেওয়ার কথা বলেছি তাদের জন্যও খুব একটা চাপ বা বোঝা হবে না।
এর বাইরে ১৬ কোটি লোকের ৫ কোটি লোকও যদি মাত্র ২০ টাকা করে দেয় তাহলে আরো ১০০ কোটি টাকা জোগাড় হবে।
উদ্যোগটা কে নেবে সেটাই বড়কথা!
(সংগ্রহ)
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২২