জীবনের অনেক কিছুই ধীরে ধীরে তলিয়ে যায় অতল সাগরে।
ছোট্ট বেলার কথাই বলি,
যখন মারবেল কিংবা দিয়াশলাইয়ের তাস বানিয়ে সকাল বিকেল বন্ধুরা মিলে খেলতাম,
তখনকার মজা গুলো কবেই হারিয়ে গেছে!!
সময়টা আধুনিক,
ছেলে মেয়েরা আজ আধুনিক শিক্ষায় শিক্ষিত!
সময় বদলের সাথে সাথে
খেলার ধরণও বদলেছে,
তার সাথে বদলেছে মানুষ গুলোও।
কর্মমুখী করে তুলেছে ছোট বড় সবাইকে।
বাচ্চাদের কাঁধে স্কুল ব্যাগের ওজনটাও বেড়েছে।
নতুন নতুন ব্যাগের আবির্ভাব ঘটেছে!!
আমার স্পস্ট মনে আছে,,
আমরা বেশ কিছু ছেলে মেয়ে বাজারের ব্যাগ নিয়ে স্কুল যেতাম।
সেই সময় দশ টাকার ব্যাগটাই ছিলো আমাদের কাছে মহামূল্যবান।
চেইন সিস্টেম থাকার কারণে বার বার চেইনটা উত্তর-দক্ষিণে টানাটানি করতাম।
মনে আছে বেশ কিছু স্যারের কথাও,
যিনারা আচ্ছামত পিটিয়েছিলেন।
সামান্য ভুলের জন্যও বেত ভেঙ্গে ফেলেছেন ছাত্রদের গাঁয়ে।
আজ অনেক কিছুই দেখা যায়না,স্যারদের সেই ভাঙ্গাচোরা সাইকেলটার পরিবর্তে মোটরসাইকেল চলে।
আগে অনেক দূর থেকে স্যারদের সাইকেল দেখলেই বুঝতে পারতাম, ঐ যে স্যার আসতেছে!!
স্মৃতির পাতা থেকেই শুধু নয় বরং আমাদের সংস্কৃতির পাতা থেকেও অনেক কিছুুই আজ বিলিন!
আগামীতে আরো নতুন নতুর প্রযুক্তি আসবে,সময় কমে যাবে মানুষের,সেই সাথে কমে যাবে বেঁচে থাকার সময়টাও।
আজও অনেক কিছুই ঘুরপাক করে মাথার মধ্যে...
ফিলিংস নষ্টালজিক!!!!
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৫