আরেকজন্মে রাজার ঘরে জন্মাব
রাজকন্যা হয়ে রাজপ্রাসাদের গলি ঘুপচিতে
গুমরে কেঁদে ওঠা বেদনার মহাকাব্য
তোমাদের জন্য উন্মুক্ত করে দেব।
আর একবার এই আলো হাওয়ায়
প্রাণখুলে ওড়ার সুযোগ পেলে;
প্রেইরীর ছোট্ট কুঁড়েঘরে হাঁটু গেঁড়ে বসব-
আদিগন্ত সবুজে ওড়াউড়ি করতে চাই
ঘাসফড়িং হয়ে।
ঘুলঘুলি'তে বেয়ে আসা রোদের মমতা
মায়ের ভালোবাসার যুগলবন্দীতে
ঘনসবুজ হয়ে বেড়ে উঠি কেমন আদরে
দেখো তুমি।
রেইন ফরেস্ট এ হাসির ফোয়ারা হয়ে ওঠা
চকচকে বৃষ্টি চুমুতে ভেজা কাঠ-বাদামের;
তরতাজা এক পাতা হয়ে উঠার মিষ্টি একটা আহ্লাদী স্বপ্ন
আমি আমার সত্তায় লালন করি আজন্ম।
তেঁতুল মাজা পিতলের কলসের মত ,
চকচকে মাতারিকির লক্ষী-তারা হয়ে ওঠা কে
আমি আমার নিয়তি ভাবতাম,যদিও -
হতে ও পারতো সেটা একজন বিবাগী
একজন না পাওয়ার বেদনার চিনচিনে
অনুভূতি বয়ে বেড়ানো প্রেমিকের "শুকতারা "
মাঝে মাঝে নির্জনে ভাবিঃ
নিঃসঙ্গ বালিকার একলা সময়ে খোলা ঘাড়ে
রোদ্দুর হয়ে ছুঁয়ে থাকবো বেশ-
বালকের চিরকালের প্রতিদ্বন্দ্বী হয়ে
নিজেকে খুঁজে দেখো বালক সেদিন আমার চোখে!
সে এক না বলা স্বপ্নের উপাখ্যান।
পায়ে পায়ে তেলকুঁচ লতা'র ভালোবাসায় বাঁধা মিনতি।
যেমন
শেষ বিকেলের হলদে মায়ায়
কালো ভ্রমর, নীলাভ কচুরিফুলের কানে
গুনগুন করে একটা অনুরোধই রাখে-
আমায় ভুল বুঝো না !!!
মনিরা সুলতানা
০৭-০৪-২০১৮
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫০