একদিন সমস্ত রাত জেগে থাকবার কথা ছিলো
একদিন সব অভিমান বলে দেবার কথা ছিলো
এক জোছনায় ফুল হয়ে ফোটার আশ্বাস
অমাবস্যায় দীঘল অন্ধকারে
ছুঁয়ে থাকা যন্ত্রনায় নীল -
এক বিবাগী মন ছিল।
সোহাগী শুকতারা-
আর সাথে ছিল কিছু'ই না পাওয়ার অবিভক্ত নিরেট বিশ্বাস।
চমৎকার রোদ উজ্জ্বল বসন্ত
কিংবা অঝর শ্রাবণের স্নিগ্ধতা
খর বৈশাখ হোক না শিশির শুভ্র সকাল ;
একটা ভীষন সুন্দর দিন
বা
ধুত্তরী ছাই দিন নির্ভর করে:
কেবল 'ই তোমার দৃষ্টির শূন্যতা ও গভীরতায় ।
প্রতিশ্রুতি গুলো প্রজাপতি নয়-
শুঁয়োপোকা হয়ে মুখ থুবড়ে আছে বেশ
ডাহুকী বিলাপে'র শূন্যতা আজ ভাঙা কাঁচ
ঝনঝন রয়ে যায় রেশ।
জিজ্ঞাসা থাকে তবু-
স্বপ্নভুলের শাস্তি কি!!
আর
ভুলে যাওয়া কেন যে এত কঠিন!!!!!!!
Ⓒমনিরা সুলতানা
ছবি কৃতজ্ঞতাঃ- মোঃমাইদুল সরকার! ব্লগার- মোঃ মাইদুল সরকার
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:২২