সমবেত সুহৃদ !!!
অগ্নি ঝরা মার্চের গল্প পড়
সে গল্প কবিতা তোমায় গর্বিত করুক
রক্তে আনুক উদ্যম;
তবে কেন এই মার্চে নিষ্পাপ শিশুর কেটে ফেলা আঙুল
তোমার রক্তে আগুন ঝরায় না !!
৭১ এ ধর্ষিতার আত্ম চিৎকার স্মরণে
ঘৃণিত পশুরদের প্রতি ঘৃণা বাড়ায়
প্রতিবাদ প্রতিরোধে প্রতিজ্ঞা বদ্ধ হও;
কেন তনু’র চিৎকার ভাবনা তোমাকে ভাবায় না
পথে নামায় না ??
২৫শে মার্চের কালো রাত্রি ‘র ঝাঁপিয়ে পড়া শকুন দেখ;
কেন জয় বাংলা বলে বোনের গায়ে ঝাঁপিয়ে পড়া শুঁকুন গুলো
তোমার কাছে কেন দিন দিন খুব স্বাভাবিক হয়ে উঠছে ???
অতীত ইতিহাস যদি তোমার গর্ব আর ভিত্তি হয়
বর্তমান তোমার সেই গর্বিত ইতিহাস চর্চার চারণ ভূমি।
বলতো কোথায় কোন সে কুলুর ঘানি টানা তুমি !!!
চোখে পড়ে আছো চেতনার ঠুলি ?
স্বাধীনতা কে তুমি কিসে দেখো !!
আমি দেখি ব্যালট বাক্সটায়
তুমি খোঁজ কোথায় স্বাধীনতা
আমি খুঁজি দিন শেষে সাজানো ভাতের থালায়
আর কেঁপে উঠি দশ টাকায় জুঁই সাদা ভাতের ভোটের বানিজ্যে।
শুনেছ কখনো স্বাধীনতা’র শব্দমালা !!
আমি শুনেছি রেসকোর্স আর কালুর ঘাটের
দরাজ নির্ভিক রক্তে বান আনা উদারতায় ।
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
আর
উই রিভোল্ট ধ্রুপদী কাব্যে।
৫৭আর ৩২ ধারা যখন তোমায় মাজল মি নট এর
প্রতিবাদ ভুলিয়ে দেয়
তুমি তখন কেবলি একজন নিরাপত্তা বলয়ে থাকা
কুসুম কুসুম প্রতিবাদী।
যুদ্ধে জীবনবাজি রাখা তোমার বাবা , দাদু ;
অথবা ভাই কোনদিন কি ভেবেছিল
তাদের মহান আত্মত্যাগ কে তুমি -
সামান্য কোটা'র বাণিজ্যে বিসর্জন দেবে !!!!
তিলতিল করে বুকের রক্তে গড়া স্বদেশের শিক্ষা ‘র ধ্বংস কে
তুমি মন্ত্রীর কাঁধে চাপিয়ে অনুজ কে নিয়ে-
হাস্য পরিহাস্যে মেতে উঠ কোন শঠতায় !!
নির্লজ্জ তুমি বলে উঠ “আই এম জি পি এ ফাইভ” !!!
বিরোধী মত ছাত্রের রিমান্ডে রাস্ট্রযন্ত্রের নির্যাতনে গত প্রান;
আর সাধারন সহপাঠি র ন্যায্য দাবী তে হারানো চোখ -
যদি না তোমাকে পথে নামায়
তহলে এখন তোমার ই অপেক্ষায় সেই ফ্রাকেস্টাইন।
লক্ষ বেকার আর চৌদ্দ কোটি ক্ষুধার্ত চোখ কে অগ্রাহ্য করে
মেতে উঠো কোন হাজারো কণ্ঠে জাতীয় সংগীত
আর উন্নয়ন উৎসবে!!!
সত্যিকার অর্থে স্বাধীনতা কে তুমি বন্দী রেখেছ;
শৃঙ্খল বেঁধেছ তার পায়ে।
শৃঙ্খল বেঁধেছ পায়ে
কবিতা টি মহান স্বাধীনতা দিবসে ব্লগের কবিতা সংকলনে প্রকাশিত।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২৫