এই বসন্তে
আমি চাই তুমি পাহাড় দেখ
লালমাটি রং ছুয়ে তৃষ্ণা বাড়া'ও
নীলমনিও মাধবী থাক
তুমি মহুয়া'তে মন ভেজা'ও
রাতজাগা লালচোখে
অস্তাচলের রক্তিমাভ দেখবো আমি
তুমি শুধু ছুঁয়ে এসো শাল বন মেঘ।
সমুদ্র !!
সমুদ্র দেখেছ বুঝি !!!
ও মা তাও নয় !!!!
থাক তবে এ বেলা
বর্ষার মিলনে সাগরের সুখ দেখ তুমি
কোজাগর'এ তার নুয়ে পরা নম্রতা;
এ পূর্ণিমা'তে পাহাড়ে ই যাও ।
ঝড়া পাতা গান,রুদ্র তাপ আর নিশ্চুপ নিসর্গ
যত’টা তোমাকে মানায় আমি হলফ করে বলতে পারি-
পৃথিবীতে আর কোন কবি তত’টা
মাননসই ছিল না অরন্যে।
ঘুঘু দহ'এ জলের আয়নায় যে জলছবি ছাপ
সেখানে আদিমতম সৌন্দর্যে-
কেবল তোমার'ই ছায়া ভেসে আছে;
প্রাগৈতিহাসিক কাল থেকে।
পারিজাত ফুল পরিযায়ী পাখি’র অভিসার দেখ তুমি
অযাচিত কালো বাদলের তান্ডব কিভাবে
অরন্যে’র নির্জনতা ভেঙে খান খান করে-
সেই শোক বিলাসীতায় মেতে উঠ বেশ।
এই ফাগুনে পূর্ণিমা ছুঁয়ে তুমি ক্যাবল -
বন পাহাড়ে’ অরণ্য বিবাগী আরন্যক হও
আমি-
অরন্য ভালোবাসি বলে।
শেষের ছবিঃhttp://anandautsav.anandabazar.com/images/igallery/original/9.jpg
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৮