কবিতায় ফিরতে ইচ্ছে জাগে খুব !
বেশ টলটলে দিঘী কালো জল
নিশ্চুপ বিকেলের গন্ধমাখা একটা কবিতা
ঠিক আমার ভাবনার চৌকাঠের ও'পারে
রাজ্যের বিষন্নতা মেলে অপেক্ষা করে আছে ...
তার সদ্য ফুরোনো দুপর ঝাঁঝের উত্তাপ নেই
শ্যাওলা জলজ ভালোবাসা মাখি
অজলায় ,কামনা গন্ধী মহুয়া সুখে ভাসি ;
আমার করে চাইলেই ফানুস উড়াল তার
উজানের পানে ...
খুব ছিমছাম এক কবিতার আজন্ম আক্ষেপ
বুনে রেখেছি ,লাল পাহাড়ী জবা বনের হৃদপিন্ডে ;
পুতুল বক্সের বাহারী জামা শাড়ী র রং
তুলতুলে পোষা বিড়ালের আহ্লাদে ।
দুরন্ত ডুব সাঁতারের বেলা
জোনাক জ্বলা রূপকথার সন্ধ্যা ;
সব, প্রহরের পরতে পরতে জমেছে
সেই কবিতা ছুঁয়ে দিতে না পারার দীর্ঘশ্বাস ।
একদিন আমি পথে কুড়ানো
বাসী বকুলের বঞ্চনার গল্প লিখব ;
হলুদ বনের সবুজ টিয়ার মন চুরি
অথবা কালো ভ্রমরের মালতী প্রেম !
সুহৃদ সহপাঠীর আজন্ম নরকবাস যারা নিশ্চিত করেছে
খেলার সাথীর সিঁথির সিঁদুর' মুছে দেয়া সামাজিক কিছু দানব ;
সাথে সময়ের সাত কাহন
সবটুকু নিয়েই লিখবো সে অগ্নিস্ফুরন।
গৃহস্থ বঁধুর অভিমান ধুয়ে ফেলা
যাদুকরী ডুবের তালপুকুর ;
আমাকে চৈত্র দুপুরের হু হু হাওয়ায় তার বুকে জমা গল্প শুনিয়েছে
আমার কবিতায় থাকবে বলে ।
শুকনো পাতার মল বাজনো কিশোরী ;
সাইতামার তুষার শুভ্র বালিকা ,অথবা _
যদি লিখি কৃষ্ণাভ তরুণীর হৃদয় নিয়ে
পার্থক্য র'বে রোদ মেঘ জল জঙ্গলে।
চলে যেতে পারি উত্তর হিমালয়ে
যেতে বাঁধা নেই যদিও_____
তারপর , আমার যখন মন খারাপ হয়
আমি অস্তাচলের বিষন্নতা দেখি
ঝড়ে উড়ে আসা শালিক ছানার অশ্রু জমা রাখি ...
শুধু কবিতায় ফিরব বলে !!!
কবিতায় ফিরব !!
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ২:১৩