সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভার অনাহূত এক ক্ষয়ে যাওয়া বিকেলে
তোমার ছিলো অসহ্য যন্ত্রণা লুকানোর ব্যর্থতা ;
চশমার আড়ালে রক্তাভ অসহায় দৃষ্টি র অরন্য স্নানে
আমি অগ্নিতে আত্মহূতি দেয়া পতঙ্গের আনন্দের মানে বুঝেছিলাম ।
কপাল ছুঁয়ে দুলছুট বাদলের কৃষ্ণাভ চুল পরিপাটি সাজাতে না পারার বেদনায় ছিল
তৃষ্ণার্ত এক বেদুঈনের তৃষ্ণার স্বাদ;
ডুব ডুব পান কৌড়ী মন চোখে তার টিয়া পাখির সবুজ জমাতে পারে ক্যাবল
হৃদয় আঙিনা সমুদ্রসফেন ।
নুন চাল আর পরিপাটি শাড়ীর ভাঁজে সুখ খুঁজে নেয়া কেউ ;
শুদ্ধস্বরে রাগ আহীয় ভৈরব আর অস্তাচলের রংতুলি র শিখা হতে পারার শিহরণ টের পায় ?
বৃষ্টি স্নাত আনমনা সেই তরুণের ভেজা চুলের ঝরে যাওয়া
শঙ্খ ফোটায় ষড় ঋতু তে এনেছে কাব্যতা ;
তোমার আনন্দ নত চুরি হয়ে যাওয়া দৃষ্টি আমাকে শিখিয়েছে
সুবাসিত দিনের মানে !
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৭ রাত ১০:২৮