শেখ রানা ভাই এর সাথে আমার পরিচয় ২০০৭ সালের দিকে ,আমার জীবনের নিদারুণ খর সময়ে ;
অসম্ভব দ্রুত ঘটে যাওয়া রুপান্তর গুলো সামলাতে সামলাতে প্রায় ভুলে যাওয়া অন্য এক "আমি " জন্ম হচ্ছিলো তখন ।
রূপান্তরের ও সুক্ষচেরা রক্তক্ষরণের বেদনা আছে ;
প্রতিনিয়ত সেই যন্ত্রণায় আমি আমার জীবন সঙ্গী দুজনেই বিদ্ধ হতাম তখন আর নিজেদের মাঝে আগের সেই আমাদের খুঁজে
ক্ষরণ এর স্থায়িত্ব বাড়াতাম।
আমার চাইতে আমার সঙ্গীর যন্ত্রণা ছিলো একটু বেশী ;
গ্রামের বাটার স্যান্ডেল পরা ছেলে থেকে কর্পোরেট জুতার যন্ত্রণা, মাথায় সাইড সিঁথি থেকে ব্যাক ব্রাশ এর
মাঝ রাতে মা কে দেখতে ইচ্ছে করায় মাইলের পর মাইল হেটে সূর্যোদয়ে মায়ের দেখা পাওয়া ছেলে থেকে বোর্ডিং পাস আর পাসপোর্ট ভিসায় আটকে যাবার যন্ত্রণা ।
খুব খারাপ প্রবাস জীবনের বন্ধ্যা সময়ে ইন্টারনেট ঘেঁটে এক বাঙলা সাইটে পেয়েছিলাম "পরী " গান ;
এরপর আমাদের নিজেদের ফিরে পাওয়ার এক আখ্যান !
সামহুয়ার ইন ব্লগে পড়তে এসে পেলাম শব্দ পাখীর দেখা ,জানলাম একজন শেখ রানা কে ।
দোয়েল শালিকের জীবন কাটানো আমি এবারের মেলায় আমার প্রিয়তালিকার বই গুলো হাতে পেয়ে ই;
শুরু করলাম ভ্রমন কাহিনী তে
" রুল টানা খাতা "
উনিশ টি ভিন্ন শিরোনামে সাজানো গল্প গুলোর সাথে আমার ব্যালকনির ছোট্ট কোনে বসে চোখে সবুজ মাখি , মিশু আপু আর ভাইয়ার সাথ লাউয়া ছড়ার নির্জনতায় হাটি , এডিনবরা উড়াল দেবার জন্য গোছগাছ ।
পাবনায় লাল সবুজ বইঘড় গ্রন্থাগারের জন্য বই সংগ্রহ করার সাথে স্বপ্ন আঁকি বই পাগল গ্রামের ;
স্কটল্যান্ডের দুর্গ জয় করে, এলিফেন্ট ক্যাফেতে বসে জে, কে রাউলিং এর হ্যারী পটার লেখার গল্প শুনি ।
ইস্তানবুল , চিকেনশপ এ কাজের গল্প আর বাড়ির পাশে আরশি নগরের রুপকথা !!
আরো অনেক অনেক সবুজের শব্দ ঝংকার আর নস্টালজিক সুরের জন্য
"রুল টানা খাতা " !!
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৩