ও ভাইগো! কার পদত্যাগ চাইবো?
কার বিচার চাইবো, কার কাছে চাইবো?
এদেশে বিচার করার মতো ন্যায় বিচারক নাইগো ...
কোন দেশে বিচার আমি চাইবো ,
বিচার হয় না যেদেশে ?
যে দেশে নিজের ভোট নিজে দেয়ার অধিকার নাই,
সে দেশে?
যে দেশে সোনা হয়ে যায় ধাতু, কয়লা উধাও হয়ে-উড়ে যায় বাতাসে!
সে দেশে?
যে দেশে দূর্ঘটনায় মৃত্যূর সংবাদে মন্ত্রী উত্তর দেয় হেসে,
সে দেশে?
যেদেশে সহনীয় মাত্রায় ঘুষ খাওয়া যায়, অনুমোদিত বৈধ উপায়!
আর পাঁচ লাখ টাকায় এ প্লাস পাওয়া যায়,
সে দেশে?
যেদেশে চোর-ডাকাত আর দূর্নীতিবাজ, অপরাধী আর সন্ত্রাসীরা আজ প্রকাশ্যে ঘুরে বেড়ায় নায়কের বেশে,
সে দেশে?
যে দেশে রাঘববোয়াল রা জাল থেকে ছুটে যায় - সাধারণ চুনোপুঁটিরা যায় ক্রসফায়ারে ফেঁসে,
সে দেশে?
যেদেশে অধিকার চাইলেও জামাতশিবির হয়ে রিমান্ডে যেতে হয়,
হাতুরীর বাড়ি খেয়ে পা ভাঙ্গতে হয়,
মার্কামারারা রাজাকারের বাচ্চা বলে গালি দেয় সংসদে এসে,
সে দেশে?
যে দেশে অপরাধীদের হুজুর সাজিয়ে, মিডিয়ায় জোরেশোরে ঢাকঢোল বাজিয়ে,
সাজানো নাটক প্রচার করা হয়,
আলেমগনকে দেশদ্রোহী - জঙ্গী বলে আটক করা হয়,
ইসলামের আলোকে ফুঁ দিয়ে নিভিয়ে দিতে চাওয়া হয় অবশেষে,
সে দেশে?
যে দেশে আদালতপ্রাঙ্গনেও কেউ নিরাপদ নয়, নিরাপত্তা দিতে পুলিশ পায় ভয়,
প্রকাশ্যে দলের পোষ্য সন্ত্রাসীরা হামলা চালায় এসে,
সে দেশে?
যেদেশে যুবক-তরুণী- শিশু
মরে গেলে কেউ - কারো যায় আসে না কিছু
নদীতে পানিতে লাশ হয়ে যায় ভেসে,
সে দেশে?
যে দেশের মানুষকে জিম্মি করে, নৃশংসতার ইতিহাস গড়ে
নির্বিচারে হত্যা করে, গুম-খুনের ধুম চালিয়ে, মুখে বলে অনেক ভালোবাসে,
সে দেশে?
যেদেশে বিচার নেই, সত্যি কথা বললেই
দূর্নীতি-রাজাকার-দেশদ্রোহীর মামলায় নির্দোষ যায় ফেঁসে,
সে দেশে?
সবাই সবই বুঝে, তবু থাকে মুখ বুজে,
মুখ খুললেই তার- হয়তোবা আর লাশও পাওয়া যাবে না খুঁজে!
এ দেশে...
ওহে শোনো,
রুখে দাড়াও, প্রতিরোধ করো,
বন্ধ করো অন্যায়....
নাহয় একদিন তোমরাও ভেসে যাবে এই
অপরাধের বন্যায়,
তোমার প্রিয়জনও ভেঙ্গে পড়বে তখন স্বজন হারানোর কান্নায়,
নয়তোবা শোকে পাথর হয়ে পথে পথে ঘুরবে পাগলের বেশে,
হ্যাঁ, এদেশে, এই দেশে ।
" বিচার চাই "
- আল নোমান আকাশ ( MAANHAC )
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৬