হ্যাঁ, ব্যপারটা তো কত আজব!
একই দেশে একই সময়ে কত কিশোর রাস্তায় গর্ত খুঁড়ে বুকে
মাইন বেধে শুয়ে থাকতো তার উপর দিয়ে পাকিস্তানি মিলিটারীর গাড়ী যাবে এই অপেক্ষায়,
আর অন্য দিকে এসব বিখ্যাত মানুষগুলি ইঁদুরের গর্তে লুকিয়ে থাকতো ,
গর্তে নাকে তেল দিয়ে এই ভেবে ঘুমিয়ে থাকতো যে মুক্তিবাহীনিরা আর কতজন, কতদিন লাফাবে?
পাকিস্তানে যুদ্ধ থেমে গেলে আবার পাকিস্তান ঠিকঠাক হয়ে যাবে...।
আসলে অনেক মহান ব্যক্তিরাও মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন, কিন্তু তারা দেশের কথা ভেবে দেশের জন্যই মুক্তিযুদ্ধ চাননি, তারা সমঝোতা চেয়েছিলেন, তাই তাদের ব্যপারটা ভিন্ন।
কিন্তু ঐযে নিজে বাঁচলে বাপের নাম বলে প্রানের ভয়ে ইঁদুরের গর্তে লুকিয়ে থাকা সোনার সন্তানরা?
তারা শুধু নিজেদেরই কথা ভেবেছেন। তারা কতো মহান একবার ভেবেছেন?
তারা লুকিয়ে লুকিয়ে মুক্তিযুদ্ধ দেখতো ভবিষ্যত প্রজন্ম মানে আমাদের জন্য
মুক্তিযুদ্ধের গল্প - উপন্যাস বই লেখার জন্য ! কত বড় বিদ্যান!
কল্পনাজল্পনা মিলিয়ে বানিয়ে বানিয়ে ইনিয়ে বিনিয়ে এমন ভাবে রসিয়ে কষিয়ে মুক্তিযুদ্ধের গল্প উপন্যাস লেখে যে পড়লে মনে হবে তারাই যেন যুদ্ধ করেছে! তারাই যেন দেশকে স্বাধীন করেছে।
আর এসব মহান ব্যক্তিদের অনেক ফ্যান! তাদের ফ্যানদের যখন বলি ভাই ফ্যান,
আপনার গুরুজী তো নকল করে , উপমহাদেশের থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের অনেক জনপ্রিয় বই
অনুবাদ করে চরিত্রের নাম বদলে দিয়ে সংযোজন পরিবর্ধন ও পরিমার্জন করে
নিজের নামে চালিয়ে দেয়!
তার লেখা গুলো অনেক বিখ্যাত মুভির সাথে মিলে যায়, অনেকের লেখার সাথে মিলে যায়......। ?
তখন তারা কেমন যেন হিংস্র হয়ে উল্ট প্রশ্ন ছুড়ে দেয়, " তো ...? " ।
স্বাধীন বাঙালী আজ বুকে মাইন বেঁধে শুয়ে থাকা ঐ কিশোর যুবকের কথা ভুলে গিয়েছে,
আর সে কিশোর হাত পা ভেঙে পঙ্গু হয়ে বেঁচে থাকলেই বা কি হতো ? তার তো রাস্তার পাশে ভিক্ষে ছাড়া আর কিছু করার ছিল না, কারন সেতো আর তাদের মতো বানিয়ে বানিয়ে ইনিয়ে বিনিয়ে কল্পকাহীনির গল্প টল্প লিখতে পারতো না!
সেতো তাদের মতো বিদ্যান না, সে তো সাদা পৃষ্ঠায় কালো কালিতে লেখা বাক্যগুলো
" নিজে বাঁচলে বাপের নাম, অল্প বিদ্যা ভয়ংকর, ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ , ইত্যাদি ইত্যাদি পড়ে নাই,
মুর্খ চাষার ছেলে, তাই বুঝতে পারেনি জীবন কতো মুল্যবান , জীবনের কতো মুল্য !
বোকাগুলো বোকার মতোই রিক্স নিলো ।
আর বিদ্যান পন্ডিতগন ভবিষ্যতের কথা চিন্তা করে, ভবিষ্যতের বইয়ের বাজারের চিন্তা করে
ঘাপটি মেরে বসে ছিলেন।
বোকা সোকারা মরলে সমস্যা নাই, লেখকরা মরলে দেশের কি হবে?
বানিয়ে বানিয়ে ইনিয়ে বিনিয়ে লেখে পদক আর টাইটেল তো পাওয়া যাবে যা ঐ বোকাসোকা মুক্তিযোদ্ধারাও পাবে না?
কিন্তু আমার কষ্ট এই জায়গায় যে, এখন এই মহান লেখকগন
যারা নিয়মিত কাগজে কলমে যুদ্ধ করে বারেবারে দেশকে স্বাধীন করে,
বাংলাদেশ স্বাধীন না হলেও, পাকিস্তান পাকিস্তানই থাকলেও তারা কিন্তু এই গল্পগুলোই লিখতো,
তাদের বই বেচা ব্যবসার কথা তো ভাবতে হবে, তাইনা?
কিন্তু সে লেখাগুলোতে জয় বাংলার জায়গায় লিখতো " জয় পাকিস্তান, পাকিস্তান জিন্দাবাদ ",
আর বোকাসোকা মুর্খ মুক্তিযোদ্ধাদের কে নায়ক থেকে খলনায়ক বানিয়ে লিখতো জানোয়ার কা বাচ্চে মুক্তি " ।
আসলে গর্তে থেকে কে নায়ক কে খলনায়ক, কে মুক্তি কার কত শক্তি তা আর কতটুকুই দেখা যায়?
ভাগ্যিস তাদের কল্পনা শক্তি ছিল! ............
।
।
।
। """"কাউকে ইঙ্গিত করা বা কাউকে ছোট করা হয়নি"""
ধন্যবাদ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৫