গল্পগুলো ভর করে প্রজাপতির ডানায়'' তরুণ কবি মাহমুদুল হাসান ফেরদৌস এর প্রথম কাব্যগ্রন্থ। স্বাধীনতা, আবহমান বাংলাদেশ, দু:খী মানুষ, প্রকৃতি ও মানব প্রেম ইত্যাদি তুলে ধরা হয়েছে এই বইটিতে। নতুন ধারার কাব্য প্রতিভা বিকশিত হয়েছে বইটিতে, আছে বৈচিত্র।
নাম- গল্পগুলো ভর করে প্রজাপতির ডানায়
প্রকাশনী: বাংলাদেশ রাইর্টাস গিল্ড।
মূল্য: ৭৫ টাকা মাত্র
প্রাপ্তিস্থান:
আমার প্রকাশনী [স্টল নং: ৩৭৫]
বাংলাদেশ রাইটার্স গিল্ড [স্টল নং: ৪৭৫]
প্রচ্ছদ- অপূর্ব খন্দকার।
''গল্প করে পাতায় পাতায়
প্রকাশ করে নিজের কথায়,
নিজ নিজ ঢঙে।
শাখা থেকে প্রশাখা,
একে যায় মনের রেখা,
নানান রঙে।''
এমন সুন্দর সুন্দর কথার মালা গাথা হয়েছে বইটির কবিতার মাঝে।
যারা কবিতা ভালবাসেন সংগ্রহ করুন বইটি। তরুণ কবিকে উৎসাহীত করুন আরো সামনে এগিয়ে যেতে।
