Political View: "মানুষ"
Description: Politics for change..for human being...
মানুষের মাঝে নানা পার্থক্য থাকবেই, কিন্তু প্রত্যেকটি মানুষ ভালভাবে বাঁচার অধিকার পাবে, মানুষ শোষনের শিকার হবেনা।
পৃথিবীর একটি শিশুও ভালবাসার অভাব বোধ করবেনা-নির্যাতিত হবেনা, বঞ্চিত হবে না, বন্দী থাকবেনা। প্রতিটি শিশু পাবে প্রান বিকাশের তীব্র-সুন্দর সুবাতাস, শিশুদের প্রতি কোন চোখ রাঙ্গানি থাকবেনা।
মানুষের ভালবাসার প্রতি ধেয়ে আসবেনা কোন হিংস্র ভয়ঙ্কর অমানবিক থাবা (যদি আসে, তবে তুমুল লড়াই হবে)।
পৃথিবীর কোন মানুষ তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হবে না।
সাদা কালো বাদামী... লম্বা খাটো চিকন মোটা...নারী পুরুষ হিজড়া...ধনী গরীব... সব ভুলে একটি পরিচয় থাকবে সবার... "মানুষ"
মানুষের প্রতি অবিচারকারীদের বিরুদ্ধে লড়াই হবে। শোষনকারীদের বিরুদ্ধে যুদ্ধ হবে সকল মানুষের..
নারী পুরুষ পুরুষ নারী......
মা'কে চিনলাম জন্মের পর। তারপর বড় হতে থাকলাম। মা কে মা-ই জানতাম... আরো বড় হয়ে জানতে পারলাম, আমার মা কে "নারী" নামে ডাকা হয়! তার পরের সব কাহিনী সবার জানা!
আজ নারী দিবস। এই দিনটাকে আমি আগে বুঝিনি! আমাকে বুঝিয়েছেন মহান নারী "স্মৃতি কনা মন্ডল"। তার বাঁশির সুর শুনে তাকে আমি প্রথম দেখি, তারপর এক মহান মানুষের সাথে পরিচয়, তারপর তার গলায় গান শোনা "জাগো নারী জাগো বহ্নি শিখা"। আজ এই দিনে (২০০৭ সালে) তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান' এই নারী দিবসেই। স্মৃতি কনা আন্টি, আপনাকে এখনো প্রচন্ড মনে পড়ে, আপনার প্রতি আমার ভালবাসা চিরদিন থাকবে...থাকবে হৃদয় থেকে অসীম শ্রদ্ধা।
পৃথিবীর প্রতিটি মানুষ তার প্রাপ্য সম্মান পাক। মানুষ হিসেবেই হোক সবার প্রধান পরিচয়। নারী পুরুষ হিজরা সবাই সমান মানুষ।
তবুও ... নারী দিবসে, সকল নারীকে হৃদয় থেকে শ্রদ্ধা জানাই।
আমি গর্বিত আমার মা একজন নারী, আমার প্রেমিকা একজন নারী (যদিও নারী হবার কারনে এই নোংড়া সমাজ তাদের অনেক যন্ত্রনা দিয়েছে...)।
আমি বেঁচে থাকি দুই নারীর প্রেরনায়। আর আমাদের সবাই কে ধারন করে যে নারী সে আমার বাংলা মা।
নারী, মা, বাংলা মা... আমার সশ্রদ্ধ ভালবাসা নাও।
আমি শিশুশ্রম বিপক্ষে, তীব্রভাবে বিপক্ষে। সকলের আসে পাশে শিশু শ্রমিক হিসেবে যারা কাজ করছে, তাদের প্রতি আপনাদের ভালবাসা সমর্থন স্নেহ প্রকাশ করুন। আসেপাশের মানুষকে সচেতন করুন। আমাদের অর্থনৈতিক পরিবেশে একটি শিশুকে হয়তো বাধ্য হয়ে কাজ করতে হয়, তবু আমাদের নিশ্চিত হতে হবে সেই কাজটি যেনো কঠিন কোন কাজ না হয়, কাজটি যেন আনন্দের হয়।
(শিশুশ্রম নিশ্চিহ্ন হলে সবথেকে ভাল হয়, যদিও আইন রয়েছে, আমরাতো জানিই আইনের চোখ কালো কাপড় দিয়ে বান্ধা!)
হোটেল, দোকান, চা-স্টল, ট্রেন, রাস্তা, পার্ক...যেখানেই একটি বঞ্চিত শিশু দেখবেন, পারলে তাদের সাথে কথা বলুন, মাথায় হাত বুলিয়ে দিন, একটু স্নেহের পরশ দিন, ভালবাসা দিন। আপনার আশেপাশে কেউ যেন শিশুর সাথে রাগ-ক্ষোভ-ঘৃনা প্রকাশ না করে এই ব্যাপারে সচেতন করে দিন। কোন শিশুই যেন শারীরীকভাবে নির্যাতিত না হয় এই ব্যাপারে দৃষ্টি সজাগ রাখুন। সকল ধর্ম-বর্ণ-গোত্র...গরীব ধনী...নির্বিশেষে... সকল শিশুকে সমান ভাবে ভালবাসুন।
পারলে এই কথাগুলি ছড়িয়ে দিন সবার মাঝে। বন্ধুদের সাথে শেয়ার করুন, আড্ডায় আলোচনায়, তর্কে-বিতর্কে, সভা-সমাবেশে, গানে কবিতায়, ফেসবুকে-টেক্সট বুকে...রিক্সায় ট্রেনে সকলখানে শিশুদের পক্ষে কথা বলুন।
একটি শিশুও বঞ্চিত থাকবে না, কষ্ট পাবে না, কারো নির্যাতনের শিকার হবে না, সকল বাবা-মা শিশুদের ভালবাসবেন, সকল শিশু ভালবাসা পাবে, পাবে নিজেকে বিকশিত করার সুন্দর পরিবেশ।
আমি সামান্য একজন মানুষ। আমি হয়তো সামাজিক আন্দোলন ঘটাতে পারবোনা... তবুও সামান্য মানুষ হিসেবে এইসব ব্যাপার পাশ কাটিয়ে যাবার উপায় নেই। সবার জানা কথাগুলি একটু আমি বললাম। যখন দেখি শিশুরা কষ্ট পাচ্ছে তখন আমার মনে হয় গান কবিতা স্বাধীনতা শিল্প সব প্রতারক।
আপনাদের মাঝে অনেকে আছেন যাদের অনেক মানুষ গুরুত্ব দেয়, তাদের প্রতি অনুরোধ "আপনাদের শত মহান কাজের ফাঁকে এই সামান্য কথাগুলি ছড়িয়ে দিন... এই কথাগুলি অথবা আরো চমৎকার ভাষায়...কবিতায়...গানে...শব্দে...
সুকান্ত,আমরা এই পৃথিবীকে কি শিশুদের বাসযোগ্য করে যেতে পারবোনা?
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০১