১৮-১১-২০১৪
১.
সবথেকে কাছেও আসা যায়।
অন্য সবাই তখন ঘুমিয়ে থাকে, অথবা
ছদ্মবেশী ঘুমের আড়ালে তারা বুনতে থাকে ভয়ঙ্কর ধ্বংশ-জাল!
বিস্তৃত ফাঁদের ফাঁক-ফোকড় খুঁজে আমরা এগিয়ে যাই।
আমাদের চলার গতি ধ্রুপদী সংগীতের থেকেও বেশী সাবধানী।
আমাদের প্রতিটি পা তাল মেনে চলে।
এই দুঃসময়ে আমরা সংগীতের মতো এগিয়ে চলি।
২.
এক সুরে বেজে যাই আমরা, পিয়ানো-ভায়োলিন।
সুর থেকে সুরে ছুটে চলি,
কখনো আমরা... বাকিটুকু পড়ুন