মাঝে মাঝে অবাক করা সব খবর নিয়ে আসি আপনাদের সামনে। পারিবারিক ও বাক্তিগত সমস্যার জন্য কিছুদিন লিখতে পারি নি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি পৃথিবীর সেরা ১০ টা ফুটবল মাঠের খবর যেগুলো সবচেয়ে বেশি দর্শক ধারন করতে পারে। চলুন তবে শুরু করা যাক
ফুটবল মাঠ হল এমন একটা যায়গা যেখানে আপনি আনন্দ করতে পারেন, নিজের অনুভুতি প্রকাশ করতে পারেন আপনার পছন্দের দলের জন্য, উল্লাস করতে পারেন আবার দুঃখ প্রকাশ করতে পারেন, যখন আপনারা কোন বড় মাঠে খেলা দেখতে যান তখন সেই মাঠের অবকাঠামো দেখে নিজের অজান্তেই বলে উঠেন বাহ কি সুন্দর মাঠ। তবে আসুন দেখে নেই পৃথিবীতে সবচেয়ে বেশি দর্শক ধারন ক্ষমতা সম্পন্ন ১০ টি মাঠের খবর
১ # সল্ট লেক স্টেডিয়াম, কলকাতা
দর্শক ধারন ক্ষমতা ১,২০,০০০
সল্ট লেক স্টেডিয়াম কলকাতাতে অবস্থিত। এর অন্য নাম হল যুব ভারতী ক্রীড়াঙ্গন। এটি নির্মাণ করা হয় ১৯৮৪ সালে। মুলত ফুটবল এই স্টেডিয়াম এর মুল খেলা হলেও এটা অন্যান্য খেলার জন্য ব্যাবহার করা হয়। এটি কলকাতার ইস্ট বেঙ্গল, মোহনবাগান ক্লাব গুলার হোম ভেনু, সম্প্রতি আর্জেন্টিনা ও ভেনিজুয়েলা ম্যাচ টি এখানে অনুষ্ঠিত হয়। জার্মান কিংবদন্তী অলিভার কান তার জীবনের শেষ খেলাও এখানেই খেলেন।
২ # এস্তাদিও আসতেসা স্টেডিয়াম, মেক্সিকো
দর্শক ধারণক্ষমতা ১,০৫,০০০
এস্তাদিও আসতেসা স্টেডিয়াম ১৯৬৬ সালে তৈরি হয়। তখন থেকেই এটি অনেক গুরুত্ব পূর্ণ খেলা আয়োজন করে আসছে। বিশেষ করে ১৯৬৮ এর গ্রীষ্মকালীন অলিম্পিক, ১৯৭০ এবং ১৯৮৬ সালের বিশ্বকাপ ফাইনাল এখানেই অনুষ্ঠিত হয়। শতাব্দীর সেরা খেলা হিসেবে পরিচিত ১৯৭০ সালের জার্মানি ও ইতালি সেমিফাইনাল ম্যাচ এখানেই হয় যে ম্যাচ এ ইতালি জার্মানি কে পরাজিত করে। ১৯৮৬ সালের ম্যারাডোনার বিখ্যাত সেই হ্যান্ড ওফ গড গোল এবং গোল অফ ডা সেঞ্চুরি এই মাঠের দর্শক রায় উপভোগ করে।
৩ # আজাদি স্টেডিয়াম, তেহরান, ইরান
দর্শক ধারন ক্ষমতা ১,০০,০০০
অনেকের মতে দুনিয়ার সবচেয়ে অনুপ্রেরণা কর মাঠ হল ইরানের জাতীয় দলের এই মাঠ। এটি ১৯৭৪ সালের এশিয়ান গেমস আয়োজন করে, এটি মধ্য প্রাচ্চের সবচেয়ে বড় মাঠ ।
৪ # ক্যাম্প নু, বার্সেলোনা, স্পেন
দর্শক ধারন ক্ষমতা # ৯৯,৩৫৪
বলা হয়ে থাকে এই স্টেডিয়াম হল দুনিয়ার সবচেয়ে বিখ্যাত ফুটবল ভেনু। ফুটবল দুনিয়ার সবচেয়ে সফল এবং বিখ্যাত দল গুলার মধ্যে একটি হল এফ সি বার্সেলোনা, এটি এই বিখ্যাত দলের হোম ভেনু। যখন এই স্টেডিয়ামে খেলা হয় তখন দর্শক পরিপূর্ণ হয়ে থাকে, এই মাঠেই দর্শক ইয়হান ক্রুইফ, ডিয়াগো ম্যারাডোনা, রোনালদো (সিনিয়র), লিওনেল মেসি, জাভি, ইনিয়েস্তা এসব জগৎবিখ্যাত সব খেলোয়াড় এর খেলা উপভগ করেন।
৫ # সকার সিটি, জোহানেসবারগ, সাউথ আফ্রিকা
দর্শক ধারন ক্ষমতা # ৯৪,৭০০
২০১০ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনি খেলা ও ফাইনাল খেলা এই মাঠেই অনুষ্ঠিত হয়। এছাড়াও কিছু গ্রুপ পর্যায়ের খেলাও এখানে হয়। স্থানীয় দল ও জাতীয় দলের হোম ভেনু এই মাঠ
৬ # ওয়েম্বলি স্টেডিয়াম, লন্ডন, ইংল্যান্ড
দর্শক ধারন ক্ষমতা # ৯০,০০০
লন্ডন এর এই স্টেডিয়াম কে ফুটবল এর মক্কা বলা হয়। এটি ইংল্যান্ড এর বেশিরভাগ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে। এছাড়াও কিছু ক্লাব ফুটবল এর ম্যাচ ও আয়োজন করে থাকে।
৭ # গেলোরা বাং কার্নো স্টেডিয়াম, জাকার্তা, ইন্দোনেশিয়া
দর্শক ধারন ক্ষমতা # ৮৮,৩০৬
১৯৬২ সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়াম মুলত ইরানের জাতীয় খেলা ও বিভিন্ন লিগ এর খেলা আয়োজন করে থাকে ।
৮ # সান্তিয়াগো বারনাবু, মাদ্রিদ, স্পেন।
দর্শক ধারন ক্ষমতা # ৮৫,৪৫৪
এই মাঠ ও দুনিয়ার বিখ্যাত সব মাঠের মধ্যে আরেকটি মাঠ। স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত যা রিয়াল মাদ্রিদ এর হোম ভেনু। ১৯৪৭ সালে এটা উদ্বোধন করা হয় যা কিনা ৩ টা ইউরোপিয়ান কাপ ফুটবল এর ফাইনাল আয়োজন করে, ১ টা চাম্পিওন্স লিগ, এবং ১৯৮২ সালের বিশ্বকাপ ফাইনাল এই মাঠে হয়।
৯ # এস্তাদিও দো মারাকানা, রিও ডি জেনেরিও, ব্রাজিল
দর্শক ধারন ক্ষমতা # ৮২,২৩৮
দক্ষিন আমেরিকার সবচেয়ে বড় মাঠ। ১৯৫০ সালে উদ্বোধন হয় এবং সেই বছরেই বিশ্বকাপ আয়োজন করে। এটি ২০১৩ কনফেডারেশন কাপ, ২০১৪ ফুটবল বিশ্বকাপ, ২০১৫ কোপা আমেরিকা, ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিক এর ভেনু হিসেবে উল্লেখ করা হয়েছে।
১০ # সিগনাল ইদুনা পার্ক, ড্রটমুণ্ড, জার্মানি
দর্শক ধারন ক্ষমতা # ৮০,৫৫২
১৯৭৪ সালে উদ্বোধনকৃত এই মাঠ মুলত জার্মান লিগ চ্যাম্পিয়ন বরুশিয়া ড্রটমুণ্ড এর হোম ভেনু। এটি ২০০৬ সালের বিশ্বকাপ ফুটবল এর অনেক গুলা ম্যাচ আয়োজন করে।
এতক্ষণ ধরে আপনাদের সামনে তুলে ধরলাম বিশ্বর বড় কয়েকটা মাঠ এর খবর। আশা করি ভালো লাগবে। এর পর আরও কিছু মজার, অবাক করা বিভিন্ন বিষয় নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০