সারা বিশ্ব তে একটাই আলোচনা কে সেরা মেসি নাকি রোনাল্ডো। আমরা সবাই জানি কে সেরা, কেও কেও সেরা কে সেরা মানতে পারে না সে জন্যই আমার এই লিখা। দয়া করে পড়ুন আর বলুন সেরা কে ??
আসুন দেখে নেই মেসি ও রোনাল্ডোর পরিসংখ্যান (৮ নভেম্ভর ২০১২ পর্যন্ত )
♣ রোনালদোর প্রফেশনাল ক্যারিয়ার শুরু হয় ২০০৩-২০০৪ সেশনে অপরদিকে মেসির প্রফেশনাল ক্যারিয়ার শুরু হয় ২০০৫-২০০৬ সেশনে।
♣ রোনাল্ডো এক সেশনে গড়ে ৪৭.২ টা ম্যাচ খেলে অপরদিকে মেসি এক সেশনে খেলে ৪৪ টা ম্যাচ
♣ রোনাল্ডো এক সেশনে গড়ে ৩১.৫ টা গোল করেছে অপরদিকে মেসি এক সেশনে গড়ে ৩৭ টা গোল করেছে
♣ রোনাল্ডো এক সেশনে গড়ে ৮.৬ অ্যাশিষ্ট করেছে অন্যদিকে মেসি করে এক সেশনে গড়ে ১৩ অ্যাশিষ্ট
♣ রোনাল্ডো এক সেশনে গড়ে ৭ টা হলুদ কার্ড দেখে অপরদিকে মেসি দেখে ৪.৮ টা
♣ রোনাল্ডো এক সেশনে গড়ে ০.৬ লাল কার্ড দেখে অপরদিকে মেসি দেখে ০ টা (মেসি তার ক্যারিয়ার এ মাত্র ১ টা লাল কার্ড দেখেছে তাও আর্জেন্টিনার হয়ে খেলার সময়)
♣ রোনাল্ডো এক সেশনে গড়ে ৪০.৭ টা করে ফাউল করে অপরদিকে মেসি ফাউল করে ৩১.৫ টা
♣ রোনাল্ডো এক সেশনে গড়ে ১১৮.৪ বার ফাউলের শিকার হয় অপরদিকে মেসি শিকার হয় ১০৫.৮ বার
সমস্ত পরিসংখ্যান দেখে আমরা দেখতে পাচ্ছি মেসি সব দিক থেকেই সেরা। এই পোস্ট এর পর যারা বলবে মেসির চেয়ে রোনাল্ডো সেরা তারা খেলার কিছু বুঝেই না। খালি খালি তর্ক করার জন্য এরা বলবে। রোনালদোর ফ্যান দের বলছি ভাই রোনাল্ডো একটা ভালো খেলোয়াড় কিন্তু সে মেসির থেকে বড় মানের মানুষ, বড় মাপের খেলোয়াড় নয়। সব চেয়ে বড় কথা একজন মানুষ হিসেবে মেসি রোনালদোর চেয়ে অনেক অনেক গুণ মহান। সেটা সবাই জানে। যারা খেলা বুঝে নিয়মিত খেলা দেখে তারা আশা করি বুঝতে পারছেন।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৬