অনেকেই হয়তো টাইটেল শুনেই রেগে আগুন হয়ে আছেন মৃত্যুর তারিখ আবার জানা যায় নাকি? তো যারা এটা জানতে চান না তাদের জন্য এই পোস্টটি না।
যারা নামটি শুনে ইন্টারেস্ট ফিল করছেন তাদের জন্যই মূলত পোস্টটি। আমি মূলত একটি সাইট এর কথা বলব,তারা আপনার জন্ম তারিখ,BMI(body mass index) ইত্যাদির মাধ্যমে আপনার মৃত্যুর তারিখ বলে দেবে।
তো কথা না বাড়িয়ে করে দেখা যাক।এর জন্য
প্রথমে http://www.deathclock.com/ এই সাইটে যান
এরপর আপনার জন্ম-তারিখ দিন।
এবং সব ড্রপ ডাঊন মেনু থেকে আপনার তথ্য দিন।
এবার আপনার BMI দিন(নিচে উচ্চতা ও ওজন দিয়ে BMI বের করে নিন )।
এবার cheek your death clock এ ক্লিক করুন।
এখন অন্য একটি উইন্ডোতে আপনার ডেথ তারিখ ও কত সেকেন্ড বাকি আছে সেটা দেখাবে।
মানুষের মৃত্যু কখন আসে তা কখনই বলা যায় না।
এটি এক ধরনের ক্যালকুলেসন মাত্র।আমার কাছে ব্যাপারটি অনেক ভাল লেগেছে তাই শেয়ার করলাম।
ভাল থাকবেন সবাই.।.।.।।