অহর-প্রহর
হে নীলকান্তমণিহার,
যত সহজেই তুমি বলো তারে,নীরবতার অন্তিমপুর !
ততটাই কাঠিন্যে আমি বলি,বেদনার নীলকন্ঠি সুর,
আজ শ্যাওলা কাদায় পরিপূর্ণ ; দুজনার হৃদয়পুর,
হয়না'কো শোনা একাকিত্ব ছুঁয়ে সুরলহরী বেদনাবিধুর।
হে সর্বশী,
আবার যদি কখনো নিভৃত -নির্জনে, কৃঞ্চকলির পানে চেয়ে থাকি অতি সযত্ন !
বুকচিতিয়ে দেখাতাম, কত রাত,কত ভাবনার অন্তরর্জ্বালা দিয়ে রচিত গল্পকথন,
করুণ চিত্র তুলির আঁচলে জীবনচর্চার টুকরো টুকরো রতন,
তোমায় শোনাতাম শেষ লেখা চতুষ্পদী কবিতার পঙক্তি সঙ্গোপন।
হে ষোড়শী,
আবার যদি দেখা হয় ভুল করে,ভুলে যাওয়া মেঠো পথ ধরি,
তোমার খোঁপায় পড়িয়ে দিতাম কবিতার রক্তকরবী,
তোমাকেই দেখাতাম অতৃপ্ত বাসনার বিপুলা বেদনাবহর,
কতটা অনাদর,কতটা তেষ্টায় কেটেছে অহর- প্রহর।।
কপিরাইট@রহমান লতিফ,
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:১১