আজও সাগর হারায়নি তার এতটুকু সুগভীর বিশালতা,
এখনো ফুরায়নি স্রোতস্বিনী নদীর সুবাসিত শীতলতা।
তবে এ প্রণয়ের উৎসমূল ছোঁবে কি বলো'না ?
সাদা মেঘের ভেলায় ভেসে আসে তোমার মায়াবী ছায়া,
দখিনা সমীরণে কানে কানে বাজে তোমার কোমল সুরের মায়া ।
তবেই তো বলো দুরত্বের ব্যবধানে যায় আসে কিই'বা ?
এ নৈশপ্রহরীর চৌহদ্দিতে নিশুতি রাতে তুমি হয়ে থাকো আধখানা চাঁদ,
এ প্রাণে বয়ে চলে ঝর্নার জলের মিহি সুরের 'উঁহু' ভালবাসার বৃষ্টিপাত।
তবে কি তোমার উদ্দেশ্যেই স্পন্দনে জাগ্রত রয় অন্তুহীন বিশ্বাস ?
ভুল করে ভাবনা'কো ইচ্ছেরা সব উড়ে গেছে দূরে,
শান্ত আকাশের গোধূলীতে মহার্ঘসঙ্গ যে লেগেই থাকে
আমার মসলিন ভালবাসার মকমল নীড়ে!
''ওগো বিষ্ণুপ্রিয়া''
কারণ তো নয় কিছু আশ্চর্য হবার এবেলা !
কাঙাল প্রাণে প্রণয় সুতোয় টান পড়ে বলে-------
কঠিন পৃথিবীকে পদতলে ফেলে--------------------
করুন পথিক তোমাকেই চায় সারাবেলা।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১২