♣♣♣রহমান লতিফ ♣♣♣♣
বেহিসেবি ভালোবাসা করেছে বোহেমেনিয়ান!
জানালার পাশে ছায়া মূর্তির মতো--
নিকষ কালো অন্ধকারে ঢেকে গেছে সমকাল,
কৃষ্ণরাতে আলেয়ারা উপহাসে;প্রণয়ের আকাল।
নিষ্পলক দু'চোখে বিমূর্ত আবছায়া --
চঞ্চল প্রেমে সীমাহীন মাতাল ধুপছায়া।
তবুও
ভালোবাসার আগুন লেগেছে মনে--
অনন্তকাল ধরে জ্বলে পুড়ে!
তারপর এক দীর্ঘশ্বাস প্রস্রবণ-- ?
অমাবস্যায় ঢেকে গেলো স্পন্দিত পূর্ণিমার শশী,
ঝড়ে গেলো অব্যাক্ত মধুচন্দ্রিমার নক্ষত্ররাজি!
ঠিকানা হয়েছে,অনিশ্চয়তার আশ্রমে---
জানি,
আর কোনদিন খুঁজে পাবো না গন্তব্যের রেখা,
পাবো না অমিত আলোর দেখা!
অবিমিশ্র আলো আঁধারির ধ্রুপদী লড়াইয়ে,
বোহেমেনিয়ান আমি;খুঁজবো বেহিসেবি ভালোবাসা।
মূল কবিতা-- "স্বপ্নিকা সূর্যমুখী লেখিকা" বিশিষ্ট কবি ও গল্পকার নীলপরি
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩০