পত্রহীন মিতালী
♥♥♥♥♥
পত্র আজকাল হয় না লেখা আধুনিকতার চরমে,
ব্যাথিত অনেক কথা মরে যায় উৎকর্ষতার মরমে।
আজও উনুনে হয় সেই প্রিয় রান্না,পেটে সেই ক্ষুধার চাঁদ,
হৃদয়পুরে পরিবর্তনের ষোলকলা;সবলচিত্তের পূর্ণিমা রাত।
অক্ষরে বুনা আবেগের পত্তন আবশ্যক,যুগের সাথে বেমানান,
ম্যাসেন্জার,ইমো কিংবা ভাইবারে চলে যত কথা আর গান।
ডিজিটাল যুগে নেটওয়ার্কেই চলে সফলতা আহরণ,
আবেগ স্পর্শ,নিঘাত আপদ;দুঃখ বিলাস করে যায় দহন।
প্রিয়তমের সাথে কি হয়নি লেখা আবেগপ্রসূত দলিলপত্র সযত্নে?
বিশ্ব মানবতার জয়গান গাই শুধু পাথর বুকে হারিয়ে গেছে প্রযত্নে।
বেলা শেষে হয়নি বলা- বেহুঁশ নির্ঘাত সাতকাহন,
রয়ে যায় ভাষাহীন হৃৎস্পন্দনে তীরবিদ্ধ পরিস্ফুটন।
"রহমান লতিফ "
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩০