সংসার
------------"রহমান লতিফ "----------
প্রণয়ের সুতোয় গিঁট বেঁধে শুরু স্বপ্নীল নীড়,
চোখের কার্ণিশে বুনো ভালোবাসা করে ভীর।
সুখ দুঃখের অনাবিল বহমান এক পরম সারথি,
বহু ঘাত প্রতিঘাতে স্থির স্মর্তব্য নির্মাতা নিরবধি।
সাধ সাধ্যের লড়াইয়ে মাঠে-ঘাটে পরিশ্রমি কর্তা,
ঘুচাতে গ্লানি পরিণত সহায়ক;গর্বিত জননী হর্তা।
কত প্লাবনের আঘাতে বিধ্বস্ত ভাসমান ভেলা,
শক্ত হাতে আকড়ে ধরে বিমূর্ত রঙ্গীন খেলা।
দিনে দিনে কত শত ঝুট-ঝঞ্জালের নিত্য সহবাস-
বেহিসেবি সময়ে চলছে;চিরন্তন সত্য এ সংসার।
দিনে দিনে কত কিছু হয় সেকেলে আর মলিন!
ভালোবাসার সংসারে ফিরে;স্বগীয় সুখ অমলিন।
উৎসর্গ --- হাবিব স্যারকবিতায় যিনি গেয়ে যান জীবন সংসারের সমস্ত ধর্ম-কর্মের জয়গান,সময়ের সেরা উদিয়মান কবি @ হাবিব স্যার কে। ভালোবাসা ও শ্রদ্ধা প্রিয় ভাই।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৪