চিল্কাপাড়ের বৃত্তান্ত
**********- রহমান লতিফ*********
চিল্কাপাড়ের বৃত্তান্ত আজও টিকে আছে কিনা কে জানে?
কত শত চিল্কা পাড়ের খবর থেকে যায় লোকচক্ষুর অন্তরালে !!
সভ্যতার ছায়া আজও পড়েনি চেনা জানা কত অজপাড়াগাঁয়!
তবুও এখানে,সমাজবদ্ধ লোকের বসবাস অবলীলায়।
ধুলো বালিতে নিত্য চলে কিশোরের পটি আর চটি,
নালের কিনারে প্রতিদিনের প্রাতঃকর্মে মগ্ন অবলা স্বরস্বতী;
বিমুগ্ধ নয়নে তারে অবলোকন করে বাহাদুর নির্দ্বিধায়,
তবুও এখানে,জীবনযাত্রার স্বীয় কুসংস্কৃতি চলে অবলীলায়।
চারিদিকে নর-বিষ্ঠার পাটাতনে শ্বাস-বন্ধের আবহ;
অপুষ্টির অকাল মহামারীতে হয় কত শত মৃত্যু আসন্ন!
স্বচ্ছতার আলো চিল্কা গাঁয়ে কভু পৌঁছেবে কি প্রশ্নটা অজ্ঞাত রয়ে যায়!!
তবুও মহারাষ্ট্রে,নগরীর রুপকল্পের গান,দাতা আর কর্তারা শুনায় অবলীলায়।
উৎসর্গ -
সবার প্রিয়,সজ্জন লোক পদাতিক চৌধুরী,@ পদাতিক চৌধুরী যিনি উদার আচরণে সবাইকে আপন করে নিয়েছেন। যার মাধ্যম জানতে পারি ওপার বাংলার মানুষের বাংলা ভাষার গভীর প্রেম,জীবন,সংস্কৃতি,সংস্কার আর তারই ভ্রমণ বিষয়ক গল্পের সারাংশ তুলে ধরার ব্যর্থ প্রয়াস।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:১৬