স্রোতের তালে
**************
স্রোতের প্রতিকূলে ধ্বংসাত্মক,অশুভ শক্তির টাওয়ার,
স্রোতের অনুকূলে সবকিছু সুন্দর,ভয় নেই হারাবার।
আবাদযোগ্য ফসল তোলার হিড়িক সস্নেহে জনমানসে,
অনার্য দ্রাবিড়দের জীবন আজ,অন্ধকারের তিমিরে।
জলের সাথে আজন্ম বেড়ে উঠা জলজ উদ্ভিদ ও প্রাণী
তরঙ্গের চূড়ায় উঠতে চায় তারা জলে জলে বড় সাবধানি।
বিপদ সংকেত পেলে,জলদস্যূও হয় না ভয়ার্ত সমুদ্রগামী,
সৌভাগ্যের চুঁড়ায় দাড়িয়ে সুখকে জলাঞ্জলি দেয় কোন সে বিপদগামী?
ঝড়,বৃষ্টি,খরাতাপে মেলে ধরি ছাতা শক্তপোক্ত হাতলে,
নৃশংস হত্যার নৃত্য করি,বিদ্রোহ থামনোর কৌঁসুলি তালে।
স্রোতের তালে জীবনভর চলে,চিরকালিন সুখের যাত্রা,
অবনত মস্তকে মেনে নেয় অপবাদ,যতদূর বলেন কর্তা।
"রহমান লতিফ "
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২