-------------------------
---------------------------------------------------------------
কবিতার কৃষক আমি খুড়াখুড়ি করি সদা,
পবিত্র মমতায় গল্পের মাঝে আকুন্ঠ পান করি সুধা।
কৃষক আমি নিজ হাতে করি কবিতার আবাদ।
কবিতায় আমার আজন্ম চাষাবাদ।
কবিতা আমার অন্তর্দেশে শ্যমল পত্র পল্লব,
কবিতা আমার ঠোঁটের স্পর্শের নীচে বিস্তৃত প্রবৃত্তি।
কবিতা আমার নারীর শরীর সাচ্চা প্রেম করি পান।
কবিতাকে গর্ভবতী করে জন্ম দেই অনন্য সোপান ।
উৎসর্গ----★★★ প্রিয় কবি @ বিজন রয় কে,
সময় ও পরিশ্রম করে কবিতা সংকলনের কাজটা সুনিপুনভাবে করে সবগুলো কবিতা একসাথে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:১৮