'
----------------------------------রহমান লতিফ '
★★★★★★★★
কালের মহা পরিক্রমায় সবুজেরা অসার বিফলে,
অনেক সাধের শৈশব থাকে মেক-বুকটির দখলে।
হারিয়েছে চিরতরে সকালের আগুন পোহাবার উত্তাপ খুরকুঠোর সাথে,
খুব ভোরো ছুটে চলা মক্তব পানে,আকিদা শিক্ষার আলো হাতে।
নব উদ্ভব হচ্ছে আজ,নতুনত্বের হতাশা সৃষ্টির অভিন্ন এক যন্ত্র,
অসুস্থ মানসিকতাসম্পন্ন মানুষের প্লাটফর্মে পরিণত হচ্ছে প্রজন্ম।
দামী স্মার্ট ফোন আর বাহারি অ্যাপস আজ,নাভিশ্বাসের বিষাক্ত নিকোটিন,
মুক্ত বিশ্বকোষের বিহ্বল তথ্য উপাদেয়,শিখা অনির্বাণ মনষ্কবিহীন।
শেষ বিকেলের মধুর চায়ের আড্ডা আজ হয়েছে বিলিন,
কত কর্মব্যস্ত মানুষ দিনে-রাতে বিরামহীন তবুও সুখহীন।,
নেটওয়ার্ক তৈরী হয় আজ গুপ্তচর বন্ধুদের সাথে কুলুঙ্গিন,
আসল বন্ধুতের সৌন্দর্য্য আজ মৃত্যুর দ্বীপে সলিলে বিলীন।
হারিয়েছে কিষানীর,পিঠাপুলির সকাল,ধান বানার দুপুর,
খোশগল্পের বিকাল আর কাঁথা মুড়ির রাত,
হারিয়েছে কৃষকের, কুয়াশার সকাল,গরু চড়ানোর দুপুর,
তাসের আড্ডার বিকাল,আর পুঁথি পাঠের রাত।
ভালোবাসার মধুরতা কেমন যেন ম্রিয়মান কালি-কলমের সম্পর্কটা শেষ,
প্রেমিক প্রেমিকার চিঠি সব স্মৃতি বিস্মৃতি চলে স্পর্শহীন চ্যাট অনিমেষ।
মেঘ, মানুষ, পশু,-পাখি, উদ্ভিদ প্রত্যেকটিরই জীবনচক্র শেষ হয়,
শেষ হয় যন্ত্রের জীবনচক্র-------
কালের যথাকলে পিষ্ট মননে শুধু দীর্ঘ-শ্বাসটাই রয়।
-----------------------------------------------------------------------------------
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩১