স্বপ্ন,
জীবনের সুচনা থেকে শেষ,
মানুষ স্বপ্নের বিনিসুতার মালা বুনে অশেষ।
স্বপ্ন সাজায়,স্বপ্ন উড়ায়,স্বপ্নের ডিঙি নিয়ে, কল্পনার ফানুস ভাসায় অবশেষ।
স্বপ্নেরা কারো সাথে লুকোচুরি খেলে,
কারো কাছে এসে যায় অনায়াসে।
স্বপ্নেরা কারো কাছে থেকে যায় অধরা,
কারো কাছে ধরা দেয় সহস্ররূপে সহসা।
কারো কাছে জয়ের স্বপ্নে বিভোর আকাশছোঁয়া,
কারো কাছে বাঁচার স্বপ্নে বিশাল আকুলতা।
স্বপ্ন নিয়ে কেউবা আকুতিতে সহিংসতায় পুড়ে,
স্বপ্ন নিয়ে শত বেদনাহত হৃদয়ে ব্যাকুলতা ঝরে ।
স্বপ্নভঙ্গ,
পৃথিবীর পরে হয় কত স্বপ্নভঙ্গ,
কত প্রাণ স্বপ্ন ভঙ্গের বেদনায় হয় ক্ষত,
কেউ কি রাখে তাহার হিসাব?
কেউ তো জানে না বেদনা বয়ে চলে কত বক্ষ।
কেউ কেউ স্বপ্নভঙ্গের বেদনায় নীল হয়ে বেছে নেয় নির্বাসন,
কেউ কেউ আবার করে দেয় আপন জীবন কলিতেই অবসান।
স্বপ্নভঙ্গের সাথে পঙ্গু হয়ে,কেউ কেউ পরাজয়ে হয়ে ওঠে বধির-অন্ধ।
স্বপ্নভঙ্গের কাছে শুধরে নিয়ে,কেউ কেউ ফুটায় জীবনে আলো।
'রহমান লতিফ '
সেপ্টেম্বর ২০১৮
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৪